পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—ঘনশ্যাম দাস-১৭শ শতাব্দী। মরম না কহ কাহে প্রাণ-সাজঘাতী (১) তুৱা মুখ হেরি জলত মৰু ছাতি (২) । মরকত জিনিঞা কলেবর-কাতি (৩) । সে অব ঝামর কুবলয়-ভীতি । (৪) । হেরইতে নিরমল লোচন তোর। কে জানে কাছে করত হিয়া মোর ॥ শুনহঁতে ঐছন সহচর-বাণী । ছাড়ি নিশাস উলটায়ল পাণি । (৫) , মৃঢ়স্বরে গাহ হৃদয়-অভিলাষ। . না বুঝিয়া কহ ঘনঙ্গম দাস ।

  • i。

is to -o-; অভিসার। * * সহজই কুঞ্জর-গতি জিতি মন্থর অব তাহে ঘন-আন্ধিয়ার। প্রতি পদ নিরখি নিরখিত দোহে। যব চলইতে চরণ-সঞ্চার। সুন্দরি সমুচিত করই সিঙ্গার। (৬) - কানু-সম্ভাষণে শুভক্ষণ মানিয়ে পহিলে (৭) রজনী-অভিসার । নীল-রতনগণ-বিরচিত (৮) ভূষণ পহিরহ নীলিম-বাস। (৯) মৃগমদে ভরু কুচ কনয়-কলস (১০) যাহে খামর অধিক উল্লাস ॥ লুপত বেকত করু কিঙ্কিণ নূপুর এ দুহু বহু মৰু পাশ। কেলি-নিকুঞ্জ নিকট পহিরায়ব (১১) কহ ঘনশ্যাম দাস ৷ (১) সাজঘাতি = সঙ্গী। প্রাণের সঙ্গীদের নিকটও মৰ্ম্মের কথা বলে না । (২) ছাতি = বক্ষ। যথা, বিদ্যাপতিতে—“ফাটি যাওত ছাতিয়া।” (৩) কাতি= কান্তি =আভা । (৪) মরকতের হ্যায় দেহের কান্তি ছিল, তাহা এখন ঝামর ( স্নান ) হইয়া কুবলয়ের ( নীলপদ্মের ) আভা প্রাপ্ত হইয়াছে। ( (৫) নিশ্বাস ছাড়িয়া হস্ত উণ্টাইল ( হৃদয়ের কষ্ট বুঝাইল ) । (৬) বেশভূষা । (৭) পহিলে = প্রথম । (৮) বিরচিত = খচিত । (৯) যথা, জয়দেবে—“শলয় নীল নিচোলং” । (১০) কনক-কলস তুল্য স্তন মৃগমদে পূর্ণ কর। (১১) কিঙ্কিণী ও নূপুর ব্যক্ত (মুক্ত ) করিয়া লুপ্ত (গোপন ) কর ; উহা এখন আমার নিকট থাকুক, কেলি-কুঞ্জের নিকট আসিলে পুনরায় পরাষ্টয়া দিল। যথা, জয়দেবে—“মুখরমণীরং ত্যজ মঞ্জীরং।” -