পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6,6 বঙ্গ-সাহিত্য-পরিচয় । কি কহব তোহে অতি তোহারি চরণে নতি কহইতে কহন না ফুর (১)। এতৰ্হি পরাভব শুনইতে তছু যব অবহু না বাওরি দুব ॥ (২) হেরইতে ভীত মৰু চিতহি কঠিন হৃদয় হেন মানি। কহ ঘনশ্যাম দাস তুয়া পাশক্তি অতএমে ঐছন বাণী ॥ ঘোর তিমির অতি ঘন কাজর জ্যোতিঃ নিবসই বিপিনে একান্ত । পিক-কুল বোলে সমাধি সমাপই চমকি নেছারই পন্থ। (৩) মানিনি ইথে কিয়ে নাহি অবধান। নিমিখ বিমুখে যছু জীবন-সংশয় কি ফল তা সঞে মান ॥ (৪) যাক শয়ন পুন শিরীষ কুসুম জিনি অতি সুখময় পরিষঙ্ক (৫) । of • 釁 豪 * I (9) পেখলু (৭) সে পুন তোহাবি পরশ বিনু পানী-বিহীন জল-মীন। কহ ঘনশ্যাম দাস নাহি জানিহ ঐছন প্রেম কঠিন ৷ . যুৱতি নিকরুণ হোই করু বাস । - অনুখন নব নব যছু অভিলাষ । ঐছন জন তুয়া পরশক লাগি । , বিপিনে গোঙায়ল যামিনী জাগি ॥ তবহু প্রাতে নিজ পৌরুষ ছোড়ি। র্তোহারি সমীপে করৰ্হি কর জোড়ি , আয়ল যব নব নগর কান ৷ *、 তৈখনে ভেল তোহে দারুণ মান । __ ുപ്പ് ു. (১) বাক্য-স্ফূরণ হয় না । : (২) তাহার এইরূপ পরাভব (অবনতি ) শুনিয়াও যখন তোমার বাউরি (উন্মত্ততা=মান) দূর হইল না। -- is (৩) কোকিলের রবে তাহার সমাধি ( তোমার রূপ-ধ্যান ) ভঙ্গ হয়, এবং চমকিয়া পথ নিরীক্ষণ করে। (৪) সঞে= সঙ্গে। এক নিমেষ-কাল বিমুখ হইলে যাহার জীবন সংশয় হয়, তাহার সঙ্গে মান কেন ? , , (৫) পৰ্য্যঙ্ক । , (৬) এই খানে একটি ছত্র পুথিতে নাই। (৭) দেখিলাম ।