পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—ঘনশ্যাম দাস–১৭শ শতাব্দী। >obrな বিরহ-বারমাসী । দেখ পাপি আঘন মাস। অগ্রহায়ণ । যন্ত নাহ-বিরহ-হুতাশ ॥ দরশাই সুখ বিহি নেল। (১) হিয়ে কৈছে সহইহ শেল ॥ ভেলয় প্রাণ-প্রিয় পরদেশিয়া। (২) যন্ত্র ছুটল বিষ-শর ফুটল অন্তর রহল তঁহি পরবেশিয়৷ অব পৌষ ভেল পারবেশ। পৌষ। মৰু নাহ রহ পরদেশ । গণি সোয়ি কামিনী ভাগী (৩) । রহু প্রিয়ক হিয় হিয় লাগি ॥ শয়নৰ্হি বয়নে নয়নহিঁ ঝাপিয়া। (৪) হামসে পাপিনী পৌষ-যামিনী রন্থ থরহরি কঁাপিয়া ॥ দিন রজনী গণি গণি শেষ । অব মাঘ ভেল পরবেশ ॥ অব কতহু হেরব পন্থ । (৫) নাহি যাত জীবন দুরন্ত ॥ নাহি যাত জীবন দুরন্ত কান্ত সন্তত চিন্তিয়া। পরম জরজর নয়ন ঝরঝর তিলেক নাহি বিছুরন্তিয়া (৬) ॥ দেখ ভেল ফালগুন মাসা। ফাল্গুন। নাহি গেল তবহু দুরাশা। হত চিত আল ন ফুর। দিন রাতি তছু গুণ ঝুর ॥ দিন রাতি তছু গুণ ঝুর দূর সে উর পরয়ব নায়িয়ে। তবহি হতচিত হোত সচকিত হেরি পুন নাহি পাইয়ে ॥ মাঘ । (>) (R) (9) (8) (c) (9) বিধাতা মুখের মুখ দেখাইয়া তাহ ফিরিয়া লইল । প্রাণ-প্রিয় পরদেশিয়া’ ( প্রবাসী ) হইল। ভাগ্যবতী কোন কামিনী । শয্যায় মুখ এবং চক্ষু ঢাকিয়া। কত আর পথ-পানে তাকাইয়া থাকিব ! বিস্মরণ হয় না।