পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ما سواه لا চৈত্র। বৈশাখ । জ্যৈষ্ঠ । আষাঢ় । বঙ্গ-সাহিত্য-পরিচয় । দেখ শিশির-নিশি বহি গেল। মঝু পিয়াক দরশন না ভেল। মধুমাস পহিলহি সাজ । হত (১) মদন সঞে ঋতুরাজ ॥ হত মদন সঞে ঋতুরাজ আওত ভঙর (২) গায়ত মাতিয়া । কুহলে (৩)কোকিল কুহু কুহুহু ফাটি যাওত ছাতিয়া (৪) । অব মাস ভেল বৈশাখ । তরু কুসুমে ভরু নতশাখ ॥ বহু মলয়-মারুত মন্দ । ঝরু মাধবী মকরন্দ ॥ ঝরু মাধবী মকরন সে মত্ত মধুকর ঝঙ্কষ্টি। টঙ্কারি কৰ্ম্মক সাজি মনসিজ বিন্ধে মরম নিশঙ্কহি। ইহ জৈঠ পৈঠল আগি (৫)। দহ দহত তনু-বন লাগি ॥ (৬) রহ বেঢ়ি আগল পাশ । নাহি জীউ-হরিণ-নিকাশ ॥ (৭) নাহি জীউ-হরিণ-নিকাশ শ্বাস না নিকশে ফাফর ধূমহি। হৃদয়-হ্রদরস শেষ শোষিত লুঠত স্থতপত ভুমহি । (৮) অব মাস ভেল আষাঢ় । হিয়ে দাহ চুহ-গুণ বাঢ় ॥ যাহা দৈব দারুণ লাগি । তাই চাদ বরিখয়ে আগি ॥ (১) পাপিষ্ঠ। (২) ভ্রমর । (৩) রব করে। (৪) বক্ষ । (৫) অগ্নি। (৬) তমুরূপ বনে লাগিয়া দহন করে। (৭) তনু-বনে অগ্নি লাগিল, এবং চতুৰ্দ্দিক বেড়িয়া রহিল ; জীবন-হরিণ নির্গমনের পথ পাইল না। (v) হৃদয়-হ্রদের শেষ পৰ্য্যন্ত শুকাইয়া গেল, হরিণ স্থতপ্ত ভূমিতে লুটাইতে লাগিল।