পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপরাপর প্রাচীন কবিগণের পদাবলী। মুরারি গুপ্ত। চৈতন্যপ্রভূর বিখ্যাত ও প্রবীণ সঙ্গী। ইনি চৈতন্য অপেক্ষ বয়ঃজ্যেষ্ঠ ছিলেন। ইনি খৃঃ পঞ্চদশ শতাব্দীর লোক। সখি হে ফিরিয়া আপন ঘরে যাও । জীয়ন্তে মরিয়া যে আপন খাইয়াছে তারে তুমি কি আর বুঝাও ৷ নয়ন-পুতলী করি লয়্যাছি মোহন রূপ হিয়ার মাঝারে করি প্রাণ। পীরিতি-আগুন জালি সকলি পোড়াঞাছি জাতি কুল শীল অভিমান ৷ না জানিয়া মূঢ়লোকে কি জানি কি বলে মোকে না করিএ শ্রবণ-গোচরে। স্রোত-বিথার জলে এ তনু ভাসাঞাছি কি করিব কুলের কুকুরে। (১) খাইতে শুইতে চিতে আন নাহি হেরি পথে বধু বিনে আন নাহি ভায়। মুরারি গুপতে কহে পীরিতি এমতি হৈলে তার যশ তিন লোকে গায় ॥ সনাতন । মহাপ্রভুর প্রসিদ্ধ সঙ্গী,–রুপের জ্যেষ্ঠ ভ্রাতা। বিশেষ বিবরণ “বঙ্গভাষা ও সাহিত্যের” ৩৬৮ পৃষ্ঠায় দ্রষ্টব্য। অভিনব কুট্রাল-গুচ্ছ সমুজ্জল কুঞ্চিত কুন্তল-ভার। প্রণয়িজনোচিত বন্ধনসহকৃত মিলিত যুগলরাপ সার। জয় জয় সুন্দর নন্দ-কুমার । - সৌরভ-সঙ্কট বৃন্দাবন-তট বিহিত বসন্ত-বিহার ॥ চটুল মনোহর ঘন কটাক্ষ-শর-রাধা-মদন-বিকার। ভুবন-বিমোহন মঞ্জুল নৰ্ত্তন-গতি বিগলিত মণিহার ॥ অধর-বিরাজিত মন্দতর স্মিত অবলোকই নিজ পরিবার। নিজ বল্লভ জন সুহৃৎ সনাতন বিমোহিত চিত্ত উদার। (১) স্রোতের অকুল জলে দেহ ভাসাইয়াছি, কূলে কুকুর দাড়াইয়া চীৎকার করিলে তাহ শুনিব কি ? অপরদিকে,–প্রণয়ের স্রোতে আত্মবিসর্জন করিয়াছি, সমাজ ও কুলের নিন্দকগণের গঞ্জনায় কি হইবে ?