পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—বিবিধ পদকৰ্ত্ত—১৫শ ১৮শ শতাব্দী। 〉? 、(2 স্বচাদ-বদনে হাসি মা বলিয়া ডাকে গো অমনি আইল শচী ধাঞা । কোলেতে চড়িয়া অতি কান্দিয়া বিকল গো তা দেখি বিদরে মোর হিয়া ॥ কত যতন করি তবু প্রবোধ না মানে গো হাসয় তাহার গলা ধরিয়া ॥ সবাই হরষ হইয়া হরি হরি বলে গো নিতাই নাম্বিয়া কোলে হইতে । দাড়াইতে নারে তবু নাচয়ে কৌতুকে গো হাত দিয়া জননীর হাতে ॥ কি লাগি কান্দিল কেউ বুঝিতে নারিল গো সবাই ভাবয়ে মনে মনে। নরহরি-পরাণ নিমাই এইরূপে গো থেপামো করিতে ভাল জানে ॥ ঘুমক-ঘোরে ভোর শচীনন্দন কো সমঝুব তছু প্রেম-বিলাস। পুরব নিকুঞ্জ-শয়নে যন্ত্র নিমগন বোলত তৈছে মধুর মৃদু হাস ॥ জাগ জাগ রমণী-শিরোমণি সুন্দরী কতহি ঘুমায়সি রজনীক শেষ। তব বচনামৃত-সঙ্গীত-পান বিনু চঞ্চল শ্রবণ-রহিত সুখ-লেশ ॥ মুদিত ত্যজি তরল-নয়ন অঞ্চলে ললিত-ভঙ্গী করি কর মন-মান। মন বন বঙ্ক নিশঙ্ক কহই তোহে হাসি রতন মোহে দেহ দান ॥ মঝু অভিলাষ সমুঝি উঠি বৈঠহ নিজ-করে বেশ বিরচব তোহারি। ইহ বিধি কহত নরহরি-পহু বহুরি নিদগত কখন বিসারি ॥(১) রামানন্দ | ইহার নিবাস কুলীন গ্রাম। মহাপ্রভূর সমকালবৰ্ত্ত । আরে মোর গৌরাঙ্গ রায়। স্বরধুনী-মাৰে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মিলিয়া খেলায়। প্রিয় গদাধর-সঙ্গে পূরব রভস-রঙ্গে নৌকায় বসিয়া করে কেলি। ডুবু ডুবু করে না বহয়ে বিষম বা দেখি হাসে গোরা বনমালী ॥ কেহ করে উতরোল ঘন ঘন হরিবোল দুকুলে নদীয়া-লোক দেখে। ভুবন-মোহন নায়িয়া দেখিয়া বিবশ হইয়া যুবতী ভুলল লাখে লাখে ॥ জগজন-চিত-চোর গৌরসুন্দর মোর যা করে তাহাই পরতেক । কহে দীন রামানন্দে এ হেন আনন্দ-কন্দে বঞ্চি রহিনু মুই এক ॥ প্রাণনাথ কি আজু হইল। কেমনে যাইব ঘরে নিশি পোহাইল ॥ মৃগমদ চন্দন বেশ গেল দুর। নয়নের কােজর গেল সিঁথার সিন্দুর ॥ (১) নরহরির প্রভু (শ্ৰীকৃষ্ণ) এই প্রকার কহিতেছেন। বধূর । নিদ্রা কখন দূৰ হুইবে ?