পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>>8 বঙ্গ-সাহিত্য-পরিচয় । পুলক মুকুল-বর (১) ভরু সব দেহ। এ রাধামোহন কছু না পাঅল থেহ ॥ নিজ সখী-বদন হেরি স্থধামুখী বুঝি কহে গদগদ বাত। রসিক সুনাহ মোহে যদি উপেখল কাহে তাপয়সি গাত ॥ মঝু লাগি যতন করলি দুখ পায়লি দৈবহি যদি নহ কায । তুহু কাহে বিরস-বদন ঘন রোয়সি কিয়ে পুন কয়লি অকায । এ সখি করছ পর-উপকার। ইহ বৃন্দাবনে দেহ উপেখব মৃত তনু রাখবি হামার ॥ কবহু স্যাম-তনু-পরিমল পাওব তবহু মনোরথ পুর। ইহ সব বচন শুনই নাহি পারই রন্থ রাধামোহন দূর ॥ রাইক রাগ কহলি বহু মোয়। কৈছনে ঐছনে সাহস হোয় ॥ তাপর নারী গ্রহণ দহন সম তাপ। ধরম মরম জ্ঞানীকে করু পাপ ॥ তাহে যদি সঙ্গী সব দেখে নব দুখ । জাগর দূরে রহু স্বপন নহি রোথ । শুন সখি কালু-বচন-অনুবন্ধ। কহ রাধামোহন না গেল ধন্ধ ॥ নরসিংহ দাস । .মরি বাছা ছাড়রে বসন । কলসী উলাইয়া তোমারে লইব এখন ॥ মরি তোমার বালাই লইয়া আগে আগে চল ধাইয়া ঘাঘর নুপুর কেমন বাজে শুনি। রাঙ্গা লাঠি দিব হাতে খেলাইও ছিদাম-সাথে ঘরে গেলে দিব ক্ষীর ননী ॥ মুই রইনু তোমা লইয়৷ গৃহকৰ্ম্ম গেল বইয়৷ মোরে হইবে কেমন উপায়। কলসী লইয়া কঁাথে ছাড়রে অভাগী মাকে হের দেখ ধবলী পিয়ায় ॥ (১) পুলকে রোমাঞ্চ হয়, তাছাই পুলক মুকুল-বর বলিয়া লিম্বিত