পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—বিবিধ পদকৰ্ত্ত—১৫-১৮শ শতাব্দী। ' >ఎసి করে ধরি রাই লইয়া বসাইল বামে । পীত বাসে মোছই রাই-মুখ-ঘামে ॥ পন্থা-দুখ পুছত বর-কান। (১) আনন্দে গমন তুহু কিছু নাহি জান । অপরূপ রাধা-কানুক বিলাস । দুর হি নেহারত দ্বিজ হরিদাস ৷ ভূপতি সিংহ। বর নাগর সাজই নাগরী-বেশী । মুকুট উতারি সীতি সোঙারল বেণী-বিরচিত-কেশ ॥ চন্দন ধোই সিন্দুর ভালে রঞ্জই লোচনে অঞ্জন অঙ্ক । কুণ্ডল খোলি কর্ণফুল পহিরল ভরি তনু কেশর পঙ্কা ॥ বেশর-খচিত শতেশ্বরী পহিরল চুরি কনক করকঞ্জে। চরণ-কমল-পাশে যাবক রঞ্জন তাপর মঞ্জীর গঞ্জে ॥ কাচলি মাঝে কদম্ব-কুমুম ভরি আরম্ভণ বক্ষ-আভা । অরুণাম্বর বর-শাটী পহিরল বক্র-বিলোকন-শোভা ৷ ধরি পরিবাদিনী শুম-সুমিলনে শুভ অনুকুল পয়ানে। পহিলহি বাম চরণ তুলি মোহন স্ক্রিয় গতি লচ্ছন ভানে ॥ (২) ঐছন চরিতে মিলল যাহা সুন্দরী দূরহি একলি ঠারি। করে ধরি যন্ত্র তন্ত্র সোঙারত কে ইহ লেখই ন পারি। রাইক নিকটে বজাওত সুন্দরী শুনইতে ভই গেল সাধা । এ নবযৌবনী নবীন বিদেশিনী অাও ফুকারই রাধা ॥ শুনইতে শু্যাম হরথি চিতে আওল উঠি ধনী অাদর কেল। বাহু পকড়ি নিজ আসনে বৈসায়ল কত কত হরষিত ভেল ॥ তহি বজাওত বীণা সুমাধুরী রিবি (৩) দেয়ল মণিমাল। ঐসে বজাওত হামারি যস্ক্রিয়া মোহন যন্ত্র রসাল ॥ স্বর অঙ্গরী কিয়ে নাগ-কুমারী তুহু স্বরূপ কহবি তুহু মোয়। আজুক দিবস সফল করি মানলো দুৰ্ল্লভ দরশন তোয় ॥ (১) বর-কান= বর-কানু (কৃষ্ণ), নাগর-শ্রেষ্ঠ । কৃষ্ণ পথের দুঃখের কথা জিজ্ঞাসা করিলেন । (২) স্ত্রীলোকের গতি অনুকরণ করিয়া প্রথম বাম পদ বিক্ষেপ করিয়া চলিল । (৩) ৱিঝি = হৃদয়ে।