পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—বিবিধ পদকর্তা–১৫-১৮শ শতাব্দী। >>:్చరి কান্দিয়া যশোদাদেবী কহে গোপগণে । একাকী পৰ্ব্বত কৃষ্ণ ধরিবে কেমনে ॥ কোথা রে কৃষ্ণের প্রিয় শ্ৰদাম সুদাম । সভে মেলি গোবৰ্দ্ধন ধর বলরাম ॥ চৈতন্তদাসেতে কহে শুন যশোমতি । গোকুল রাখিতে তুয়া সহায় শ্ৰীপতি ॥ হেন কালে সখী মেলে রাই কনক-গিরি আচম্বিতে দরশন দিলা । দাড়াঞী রূপের ভরে ধরি সহচরী-করে মুখ জিনি শশী-ষোল-কলা ॥ রাই নব সুমেরু সুঠাম। স্মিত সুরধুনী-ধারে রসের ঝরণা করে হেরি হেরি তৃপিত নয়ন ॥ নব অনুরাগ-বাতে স্থির নাহি বান্ধে চিতে পাসরিলা নিজে প্রাণ-সাধ । কাপে তনু থরহরে পর্বত তোলয়ে করে গোয়ালা গণিল পরমাদ ॥ লগুড় লইয়া করে কেহো কেহো গিরি ধরে উদার ব্রজের গোপগণ । ললিতাদেবী হাসি দাড়াইলা আগে আসি রাইএর করিয়া আদর্শন ॥ ভাব সম্বরিয়া হরি রাখিলা গোকুলপুরী ইন্দ্ররে করিয়া পরাজয়। চৈতন্তদাসের বাণী ত্রিভুবনে জয়ধ্বনি গোবৰ্দ্ধন-লীলা রসময় ॥ জয় জয় ব্রজেন্দ্র-নন্দন । ব্রজের জীবন প্রাণধন ॥ পরিবারসহ ব্ৰজবাসী । গৰ্ত্তে হৈতে উঠিলা হরিষি ॥ সেই থানে লীলায় শ্রীহরি। স্থাপিলেন গোবৰ্দ্ধন গিরি ॥ নন্দ আদি যত গোপগণে । আশীৰ্ব্বাদ করে কায়মনে ॥ কেহো কেহো করে আলিঙ্গন । স্বর্গে স্তুতি করে দেবগণ ॥ যশোদা রোহিণী হর্ষ পাঞ। ' চাদমুখ চুম্বয়ে চাপিয়া৷ আনন্দেতে নাচে বিদ্যাধরী। পুষ্প বর্ষে অপ্সরা কিন্নরী ॥ দেবরাজ পাঞ পরাভব। করবোড়ে করে নানা স্তব ॥