পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১২৪ বঙ্গ-সাহিত্য-পরিচয় । নিজ অপরাধ ক্ষেমাইয়া । গেলা আপনার গণ লৈয়া ॥ চৈতন্তদাসেতে ইহা গায়। যুগে যুগে ভক্তের সহায় ॥ উদ্ধব দাস । সখীগণ মেলি সবহু বন চুড়ই পুছই তরুগণ-পাশ । কাহা মঝু প্রাণনাথ ভেল অতি অলখিত না দেখিয়া জীবন নিরাশ ৷ কহ কহ কুসুমপুঞ্জ তুহু ফুল্লিত শুাম-ভ্রমর কাহ পাই। কোন উপায় মাহ মঝু মিলব উদ্ধব দাস র্তাহ যাই ॥ পনস পিয়াল চুত-বর চম্পক অশোক বকুল বক নীপ। একে একে পুছিয়া উত্তর না পাইয়া আওল তুলসী-সমীপ । জাতি যুর্থী নবমল্লিকা মালতী পুছল সজল-নয়ানে। উত্তর না পাইয়া সতিনী-সম মানই দুরহি করল শয়নে ॥ পুন দেখে তরুকুল অতিশয় ফল-ফুল-ভরে পড়িয়াছে মহীমাঝ । কানুক হেরি প্রণাম করল ইহ এ পথে চলল ব্রজরাজ ॥ (১) এত কহি বিরহে বেয়াকুল অতিশয় ব্রজরমণীগণ রোয়। উদ্ধবদাস কহে শুম ভেল অলখিত কতিখনে মিলব মোয় ॥ শু্যামাননদ । “বঙ্গভাষা ও সাহিত্যে”র ৩৭০ পৃষ্ঠা দ্রষ্টব্য। রাই কনক-মুকুর-কাতি (২) । শু্যাম বিলাসিতে সুন্দর তনু-সায়রে কতেক ভাতি ॥ নীলবসন-রতন-ভূষণ জলদে দামিনী সাজে। চাচর কেশের বিচিত্র-বেণী জুলিছে হিয়ার মাঝে ॥ রসের আবেশে গমন মন্থর হেলি দুলি চলি যায়। আধ ওড়নি ঈষৎ দোলায়ে বঙ্কিম-নয়নে চায়। (১) ফল-ফুল-ভরে অবনত তরুরাজি দেখিয়া রাধিক মনে করিতে ছেন যে, কৃষ্ণ সেই পথে গিয়াছেন এবং সেই জন্তই তরুগণ প্রণাম-চ্ছলে নত হইয়াছে। (২) কাতি = কান্তি ।