পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—বিবিধ পদকর্তা—১৫-১৮শ শতাব্দী । ১১২৭ অপুত্ৰক হৈয়া মন্দির লইয়া আছিন্ন পরম-মুখে। পুত্ৰ হৈয়া তুমি জঠরে জনমি শেল দিয়া গেলা বুকে ॥ নিদারুণ বিধি যে বাদ সাধিলা বিচারিলা অদভূত। কি দোষ পাইয়া লইলা কাড়িয়া আমার সোণার স্থত ॥ শিরে কর হানে বিষ-জল-পানে সঘনে ধাইয়া যায় । দুবাহু পসারি বলরাম ধরি প্রবোধ করয়ে তায় ॥ নন্দ ঘোষ কানে থির নাহি বান্ধে ভূমে পড়ি মুরছায়। গোপগণ তাহা হেরিয়ে কান্দয়ে মাধব প্রবোধে তায় ॥ সহচরী-সঙ্গে রাই ক্ষিতিতলে লুঠই ক্ষণহি ক্ষণহি মূরছায়। কুন্তল তোড়ি সঘনে শির হানই কো পরবোধব তায় ॥ হরি হরি কি ভেল বজর-নিপাত । কাহে লাগি কালিন্দী-বিষজলে পৈঠল সে মঝু জীবন-নাথ ॥ চৌদিশে সবহু রমণীগণ রোয়ত লোরহি মহী বহি যায়। বিগলিত ভরম সরম সব তেজল ঘন রোয়ত উভরায় ॥ বিষজল পানে ছুটই কোই না বান্ধই কেশ । মাধবদাস সবহু পরবোধই গদগদ বচন বিশেষ ॥ ব্ৰজবাসিগণ কান্দে ধেনু-বৎস-শিশু । কোকিল ময়ুর কান্দে যত মৃগ পশু । যশোদা রোহিণী দেহ ধরণে না যায়। সবে মাত্র বলরাম প্রবোধে সভায় ॥ নন্দ উপনন্দ আদি যত গোপগণ । ধাইয়া চলয়ে বিষ করিতে ভক্ষণ ॥ শ্ৰীদাম সুদাম আদি যত সখীগণ । সবে বলে বিষজল করিব ভক্ষণ ॥ বলরাম রাখে সভায় প্রবোধ করিয়া । এখনি উঠিছে কালি-দমন করিয়া ॥ ব্ৰজবাসিগণ জীবন-শেষ । দেখিয়া উঠিল নটন-বেশ ৷ কালিয়া-ফণায় নটন-রঙ্গ । হেরি যন্ত তনু জীবন-সঙ্গ ॥