পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y S 88 বঙ্গ-সাহিত্য-পরিচয় । ওপর হইতে বাজাও বাণী এপার হইতে শুনি। আর অভাগিয়া নারী হাম হে সাতার নাহি জানি ॥ যে ঝাড়ের বঁাশের বাণী সে ঝাড়ের লাগি পাও। জড়ে মুলে উপাড়িয়া যমুনায় ভাসাও ৷ চাদ কাজি বলে বাশী শুনে ঝুরে মরি। জীমু না জীমু না আমি না দেখিলে হরি। গরিব খা । শরমে শরম পেলায়ে (১) গেল। রাই কানু দুটি তনু যামন (২) দুধে জলে ম্যালায়ে (৩) গেল । চাদের কোলে চকোরী না স্বধায় ডুবা অবশ হল। সে মৃধার পাথরে পথ না হেরিয়ে জনম ভর ডুবা রহিল। গরিব তাই দ্যাথার (৪) লাগি মনের দুখে মন গুমরি পাগল হল। সে রসের পাথার পেল না কোথায় খাষে (৫) আচট (৬) ভূয়ে পড়িয়ে মল ৷ জানি কার রূপ পাথরে ডুবা চাদ গৌর হয়েছে। য্যামন কারে বাসত ভাল, স্তা (৭) ওর মনমত আছিল। ওর মন আছিল স্তা রূপের কাছে। গরিব কয় ধরমু বলে ডুবা প্যালেন। তাই খ্যাপি (৮) নদেয় (৯) এয়েছে। ভিখন । খণ্ডিত । কেমন বনালে চুড়া শ্রবণে দুলিছে ঘন মেলিতে নার ফুট আখি । নাই সে বঙ্কিম হেলা কি কব চুড়ার খেল শু্যাম-অঙ্গে লাগিয়াছে সার্থী ॥ কুঙ্কুম-কন্তুরী আর সুগন্ধী তাম্বুল থুইয়াছিন্তু শিয়র-উপরে। হা হরি হা হরি করি জাগিয়া পোহানু নিশি তুমি ছিলে কাহার মন্দিরে ॥ (১) পালাইয়া। (২) যেমন। (৩) মিলাইয়া । (৪) দেখিবার। (৫) শেষে। (৬) নীরস। (৭) সে । (৮) ক্ষেপিয়া=পাগল হইয়া। (৯) নবদ্বীপে।