পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—চণ্ডিদাস–১৪শ শতাব্দী । s እSግ® প্রভাতী । ( , ) হাম কহে শুন রাধা বিনোদিনী বদন তুলিয়া চাহ। হরিষ বদনে সুহাসি নিরথিয়া আমারে বিদায় দেহ ॥ এ বোল শুনিঞ বৃকভানু-সুতা শোকেতে আকুল অঙ্গ । আর না শুনিব তোমার গান না করিব রস-রঙ্গ ॥ গদগদ বোলে প্রেম-শোকানলে বলে বিনোদিনী রাধে । কি আর বলিব তোমার চরণে বিধাতা লাগিল বাদে ॥ মুখে নাই সরে তোমারে যাইতে কি বলা বলিব আমি। বলহ আমায় কি বোল বলিব কহিতে নাহিক জানি ॥ তোমা হেন ধনে ছাড়িব কেমনে সদাই বেঢ়িয়া থাকি। তাহে যাইতে চাহ নিজ বাস-ঘর শুনহে কমল-আখি ॥ ত্বরিত গমন করিলা তখন শুাম সুনাগর রায়। ঐছন পীরিতি করে গতাগতি দ্বিজ চণ্ডিদাসে গায় ॥ ( R ) আমি যাই আমি যাই বলে তিন বোল। (১) কত না চুম্বন দেই কত বার কোল ॥ করে কর ধরি কএ শপথি দেয় মোরে । পুন দরশন লাগি কত চাটু (২) বোলে। পদ আধ যায় প্রিয়া চায় পালটিয়া। (৩) বদন নিরখে কত কাতর হইয়া ॥ পিয়ার পারিতি হিয়ায় জাগিয়া রহিল। চণ্ডিদাসে কহে সে কুল শীল গেল ॥ পূর্ব গোষ্ঠ । ( , ) প্রভাত হইল সভাই জাগিল গুরু গরবিত জনা । গৃহ-কাষ যত সব সমাপিয়া যান পথে আনাগণ ॥ গৃহ-মাঝে যায়্যা দেখি আগলাইয়া হামের চুড়ার মালা। নিয়ত শির-ফুল ছিল যে তাহাতে দেখিয়া হইল জাল । (১) আমি যাই আমি যাই, এই কথা তিন বার বলে। (২) প্রিয় বাক্য। (৩) অৰ্দ্ধপদ যাইয় আবার ফিরিয়া চায়।