পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

∶ግbo বঙ্গ-সাহিত্য-পরিচয় । । ভাবিতে গুণিতে কালার পরিতি পরাণ হইল সারা । শয়নে স্বপনে এ দুটা নয়নে নিরবধি বহে ধারা ॥ কহে চণ্ডিদাসে শুন বিনোদিনী দেখিএ অবোধ পারা। মিছ লোক-কথা কালা যার সখা কি আর করিবে তারা ॥ ( 8 ) শুন গো মরম সখি। কালার পরিতি পরাণ না রহে বড় পরমাদ দেখি ॥ কিবা সে কুদিনে দেথিন্তু সে জনে নয়ন পসারে ছুটী। সেই দিন হতে আন নাহি চিতে পীরিতি-অনলে উঠি ॥ জলন্ত অনলে জল ঢালি দিলে এখনি নিভায়া যায়। মনের আগুনে কিসে নিভাইব দ্বিগুণ পুড়িছে তায় । বন পুড়িছে যে বনের আগুনে দেখএ জগৎ-লোকে। এ বড় বিষম শুন গো সজনি জলি উঠে বিনে ফুকে ॥ হের দেখ মোর গায়ে হাত দিয়া উঠেছে বিরহ আগী। শুামের লাগিয়া পরাণ আকুল সদা কাদে অনুরাগী । চণ্ডিদাসে বলে শুন বিনোদিনী মিছাই ভাবনা কর। শুামের কলঙ্ক চন্দন করিয়া হিয়াএ ভূষণ পর। ( t ) সখি বড় পরমাদ দেখি । - শুামের সনেতে পীরিতি করিয়া নিরবধি ঝুরে আখি ॥ কাহারে কহিব মনের আগুন জলিয়া জ্বলিয়া উঠে। যেমন কুঞ্জর বাউল হইয়া অঙ্কুশ ভাঙ্গিয়া ছুটে । কি সে নিবারিব নিবারিতে নারি বিষম কানুর লেঠা। হেন মনে করি উচ্চৈঃস্বরে কান্দি তাহে গুরুজন কাটা ॥ ছাড়ি পাপাগার (১) বিরলে বসিয়া সদা ভাবি কাল কানু। নিশ্চয় জানিম্ন ঝুরিতে ঝুরিতে কবে হারাইব তনু ॥ ধীবর দেখিয়া জলের যত মীন সে যেন তরাসে কাপে । তেমনি আমার এ ঘর-করণ o: 臺 豪 | ঘরে গুরুজন বলে কুবচন যদি বা সহিতে পারি। যাহার লাগিয়া এতেক সহিব সে রহে ধৈর্য ধরি। ( ) চণ্ডিদাসে বলে শুন বিনোদিনী সকল স্বপন মানি । তুমি সে কানুর কানু সে তোমার জগতে সভাই জানি ॥ পাপ-গৃহ ।