পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৭২ গঙ্গাবর্জিত দেশে ভক্তগণ জন্মাইলেন কেন ? বঙ্গ-সাহিত্য-পরিচয় । রাঢ়-মাঝে এক-চাকা নামে আছে গ্রাম । তহি অবতীর্ণ নিত্যানন্দ ভগবান ॥ হাড়াই পণ্ডিত নাম শুদ্ধ বিপ্ররাজ। মূলে সৰ্ব্বপিতা তানে করি পিতা-ব্যাজ । কৃপা-সিন্ধু ভক্তিদাতা শ্রীবৈষ্ণব-ধাম । রাঢ়ে অবতীর্ণ হৈলা নিত্যানন্দ-নাম ॥ সেই দিন হৈতে রাঢ়-মণ্ডল সকল। পুনঃ পুনঃ বাঢ়িতে লাগিল সুমঙ্গল। তিরোতে পরমানন্দ-পুরীর প্রকাশ। নীলাচলে যার সঙ্গে একত্রে বিলাস ॥ গঙ্গা-তীর পুণ্যস্থান সকল থাকিতে। বৈষ্ণব জন্ময়ে কেন শোচ্য দেশেতে। আপনে হইলা অবতীর্ণ গঙ্গা-তীরে। সঙ্গের পার্ষদ কেনে জন্মায়েন দূরে ৷ যে যে দেশ গঙ্গা-হরিনাম-বিবর্জিত । যে দেশে পাণ্ডব নাহি গেলা কদাচিত ॥ সে সব জীবেরে কৃষ্ণ বৎসল হইয়া । মহাভক্ত সব জন্মায়েন আজ্ঞা দিয়া ॥ ংসার তারিতে শ্রীচৈতন্ত্য-অবতার। আপনে শ্ৰীমুখ করিয়াছেন অঙ্গীকার । শোচ্য দেশে শোচ্য কুলে আপন-সমান। জন্মাইয়া বৈষ্ণব সভারে করে ত্ৰাণ ॥ যে দেশে যে কুলে বৈষ্ণব অবতরে। তাহার প্রভাবে লক্ষ যোজন নিস্তরে ॥ যে স্থানে বৈষ্ণবগণ করেন বিজয়। সেই স্থান হয় অতিপুণ্য-তীর্থময় ॥ অতএব সৰ্ব্বদেশে নিজ-ভক্তগণ । অবতীর্ণ কৈলা শ্রীচৈতন্ত্য-নারায়ণ ॥ নানা স্থানে অবতীর্ণ হৈলা ভক্তগণ । নবদ্বীপে আসি সভার হইল মিলন । নৰদ্বীপে হইব প্রভুর অবতার। অতএব নবদ্বীপে মিলন সভার ॥ "