পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>>\b পিণ্ডদান ও তীর্থ प्रश्न । বঙ্গ-সাহিত্য-পরিচয় । তবে প্রভু তান স্থানে অনুমতি লৈয়া । তীর্থ-শ্ৰাদ্ধ করিবারে বসিলা আসিয়া ॥ ফন্তু-তীর্থে করি বালুকার পিগু-দান তবে গেলা গিরি-শৃঙ্গে প্রেত-গয়-স্থান ॥ প্রেত-গয়া-শ্রাদ্ধ করি শ্রীশচী-নন্দন। দক্ষিণায়ে বাক্যে তুষিলেন বিপ্রগণ ॥ তবে উদ্ধারিয়া পিতৃগণ সন্তপিয়া। দক্ষিণ-মানসে চলিলেন হৰ্ষ হৈয়া ॥ তবে চলিলেন প্রভু শ্রীরাম-গয়ায়। রাম-অবতারে শ্রাদ্ধ করিলা যথায় ॥ এহে অবতারে সেই স্থানে শ্রাদ্ধ করি। তবে যুধিষ্ঠির-গয়া গেলা গৌরহরি ॥ পূৰ্ব্বে যুধিষ্ঠির পিণ্ড দিলেন তথায়। সেই প্রতে তথা শ্ৰাদ্ধ কৈলা গৌররায় ॥ চতুর্দিগে প্রভুরে বেঢ়িয়া বিপ্রগণ। শ্রাদ্ধ করায়েন সভে পঢ়ান বচন ॥ শ্ৰাদ্ধ করি প্রভু পিণ্ড ফেলে যেই জলে। গয়ালি ব্রাহ্মণ সব ধরি ধরি গিলে ৷ দেখিয়া হাসেন প্রভু শ্ৰীশচী-নন্দন। সে সব বিপ্রেরো যত খণ্ডিল বন্ধন ৷ উত্তর-মানসে প্রভু পিণ্ডদান করি। ভীম-গয়া করিলেন গৌরাঙ্গ-শ্ৰীহরি । , শিব-গয়া ব্ৰহ্ম-গয়া আদি যত আছে। সব করি ষোড়শ-গয়ায় গেলা পাছে ৷ ষোড়শ-গয়ায় প্রভু ষোড়শী করিয়া। সভারে দিলেন পিণ্ড শ্রদ্ধাযুক্ত হৈয়া ৷ তবে মহাপ্রভু ব্ৰহ্মকুণ্ডে করি স্নান। গয়া-শিরে আসি করিলেন পিণ্ডদান। দিব্যমালা চন্দন শ্রীহস্তে প্রভু লৈয়া। বিষ্ণু-পদ-চিহ্ন পূজিলেন হৰ্ষ হৈয়া ॥ এই মত সৰ্ব্বস্থানে শ্রাদ্ধাদি করিয়া। বাসায়ে চলিলা বিপ্ৰগণে সন্তোষিয়া ৷