পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব-চরিত্যখ্যান—বৃন্দাবনদাস-১৫০৭–১৫৮৯ খৃষ্টাব্দ। >>br> হেন মতে ঈশ্বরপুরীরে কৃপা করি। কথোদিন গয়ায় রহিলা গৌর-হরি। আত্ম-প্রকাশের আসি হইল সময়। দিনে দিনে বাঢ়ে প্রেম-ভক্তির বিজয় ৷ একদিন মহাপ্রভু বসিয়া নিভৃতে। নিজ-ইষ্ট-মন্ত্র-ধ্যান লাগিলা করিতে ॥ ধ্যানানন্দে মহাপ্রভু বাহ প্রকাশিয়া । করিতে লাগিলা প্ৰভু রোদন ডাকিয়া।। কৃষ্ণরে বাপরে মোর জীবন-শ্ৰীহরি। কোন দিগে গেলা মোর প্রাণ করি চুরি ॥ পাইলে ঈশ্বর মোর কোন দিগে গেলা। শ্লোক পঢ়ি পঢ়ি প্রভু কান্দিতে লাগিলা ॥ প্রেম-ভক্তি-রসে মগ্ন হইলা ঈশ্বর। সকল শ্ৰীঅঙ্গ হৈল ধূলায় ধূসর। আৰ্ত্তনাদ করি প্রভু ডাকে উচ্চৈঃস্বরে। কোথা গেলা বাপ কৃষ্ণ ছাড়িয়া মোহরে ॥ ভক্তির উচ্ছসি। যে প্রভু আছিল অতি পরম-গম্ভীর। সে প্রভু হইল প্রেমে পরম-অস্থির। গড়াগড়ি যাবেন কন্দেন উচ্চৈঃস্বরে । ভাসিলেন নিজ-ভক্তি-বিরহ-সাগরে ৷ তবে কথোক্ষণে আসি সৰ্ব্ব-শিষ্যগণে । সুস্থ করিলেন আসি অশেষ যতনে। প্রভু বোলে তোমরা সকলে যাহ ঘরে । মুঞি আর না যাইমু সংসার-ভিতরে ॥ মথুরা দেখিতে মুঞি চলিব সৰ্ব্বথা। প্রাণনাথ মোর কৃষ্ণচন্দ্র পাঙ যথা ৷ গৃহে প্রত্যাগমন ও ভক্তি-লীলা । প্রভু বোলে তোমা সভাকার আশীৰ্ব্বাদে । গয়াভূমি দেখি আইলাঙ নিৰ্ব্বিরোধে। পরম মুনম্র হই প্রভু কথা কহে। সভে তুষ্ট হৈলা দেখি প্রভুর বিনয়ে।