পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২০৮ বঙ্গ-সাহিত্য-পরিচয় । আমি সন্ন্যাসী দামোদর ব্রহ্মচারী। সদা রহে আমার উপর শিক্ষা-দণ্ড ধরি। ইহার অগ্ৰেতে আমি না জানি ব্যবহার। ইহারে না ভয়ে স্বতন্ত্র চরিত্র আমার ॥ লোকাপেক্ষা নাহি ইহার কৃষ্ণ-কৃপা হৈতে। আমি লোকাপেক্ষা কভু না পারি ছাড়িতে ॥ অতএব তুমি সব রহ নীলাচলে। দিন কথো আমি তীর্থ ভ্ৰমিব একলে ॥ ইহা সভার বশ প্রভু হয় যে যে গুণে । দোষারোপ-ছলে করে গুণ আস্বাদনে ॥ চৈতন্তের ভক্ত-বাৎসল্য অকথ্য কথন । আপনে বৈরাগ্য-দুঃখ করেন সহন ॥ সেই দুঃখ দেখি যেই ভক্ত দুঃখ পায়। সেই দুঃখ তার পক্ষে সহন না যায় ॥ গুণে দোষোদগার-চ্ছলে সভা নিষেধিয়া। একাকী ভ্ৰমিবেন তীর্থ বৈরাগ্য করিয়া ॥ তবে চারিজন বহু মিনতি করিল। স্বতন্ত্র ঈশ্বর (১) প্রভু কভু না মানিল ॥ তবে নিত্যানন্দ কহে যে আজ্ঞা তোমার। দুঃখ সুখ হউক সেই কৰ্ত্তব্য আমার ॥ রাধার রূপক । রাধাভাবের আধ্যাত্মিক-ব্যাখ্যা । সেই মহাভাব হয় চিন্তামণির সার। কৃষ্ণবাঞ্ছা পূর্ণ করে এই কাৰ্য্য যার ॥ মহাভাব-চিন্তামণি রাধার স্বরূপ। ললিতাদি সখী তার কায়বৃহ-রূপ। রাধা-প্রতি কৃষ্ণ-স্নেহ সুগন্ধী-উদ্বর্তন। তাতে অতি সুগন্ধী দেহ উজ্জল বরণ ॥ কারুণ্যামৃত-ধারায় স্নান প্রথম। তারুণ্যামৃত-ধারায় স্নান মধ্যম ॥ (১) স্বতন্ত্র=স্বাধীন। স্বেচ্ছা-পরায়ণ ভগবান।