পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কও রোগ । রথ চক্রে প্রার্ণ-ত্যাগের ইচ্ছা । বঙ্গ-সাহিত্য-পরিচয় । সনাতনের সঙ্গে চৈতন্য-প্রভুর মিলন। সনাতন ও চৈতন্তের পরস্পরের প্রতি ব্যবহার । নীলাচল হৈতে রূপ গৌড়ে যবে গেল । মথুৱা হৈতে সনাতন নীলাচলে আইলা । ঝারিখগু-পথে আইলা একলা চলিয়া । কতু উপবাস কভু চৰ্ব্বণ করিয়া ॥ ঝারিখণ্ডের জলে দুঃখ উপবাস হৈতে। গাত্ৰকণ্ডু হৈলা রস চলে খাজুয়া (১) হৈতে ॥ নিৰ্ব্বেদ হৈল পথে করেন বিচার। নীচ জাতি দেহ মোর অত্যন্ত আসার ॥ জগন্নাথ গেলে তার দর্শন না পাইব । মহাপ্রভুর দর্শন সদা করিতে নারিব ॥ মন্দির-নিকটে শুনি তার বাস স্থিতি । মন্দির-নিকটে যাইতে মোর নাহি শক্তি। (২) জগন্নাথের সেবক ফেরে কার্য্য-অনুরোধে । তার স্পর্শ হৈলে মোর হইব অপরাধে ॥ তাতে এই দেহ যদি ভাল স্থানে দিয়ে। দুঃখ-শাস্তি হয় আর সদ্‌গতি পাইয়ে ৷ জগন্নাথ রথযাত্রায় হইবেন বাহির । র্তার রথ-চাকায় এই ছাড়িব শরীর ॥ মহাপ্রভুর আগে আর দেখি জগন্নাথ । রথে দেহ ছাড়িব এই পরম পুরুষাৰ্থ। এইত নিশ্চয় করি নীলাচলে আইলা । লোকে পুছি হরিদাস-স্থানে উত্তরিলা । হরিদাসের কৈল তেঁহ চরণ-বন্দন । হরিদাস জানি তারে কৈল আলিঙ্গন। মহাপ্ৰভু দেখিতে তার উৎকণ্ঠিত মন । হরিদাস কহে প্রভু আসিব এখন ॥ হেন কালে মহাপ্রভু উপলভোগ দেখিয়া । হরিদাসে মিলিতে আইলা ভক্তগণ লঞা ॥ (১) খাজুয়া=চুলকানি। (২) চীন জাতি, এই জন্ত মন্দিরের নিকটবর্তী স্থলে প্রবেশাধিকার ছিল না ।