পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—চণ্ডিদাস–১৪শ শতাব্দী। o ৯৮৩ ফিরি ঘরে যাও নিজ ধরম লইয়া । (১) এ দেশে না রব মুঞি যাব বাহিরিয়া (২) ॥ কালা মাণিকের মালা গাথি দিব গলে । কামু-গুণ-যশ কাণে পরিব কুণ্ডলে ॥ কামু-অনুরাগ-রাঙ্গ বসন পরিয়া । দেশে দেশে ভরমিব (৩) যোগিনী হইয়া ॥ চণ্ডিদাসে কহে কেন হইলে উদাস । মরণের সার্থী যেই সে কি ছাড়ে পাশ ॥ ( ১৭ ) এই ভয় উঠে মনে এই ভয় উঠে। না জানি কালুর প্রেম তিলে জানি টুটে (৪) ॥ গড়ন ভাঙ্গিতে সই আছে কত থল । ভাঙ্গিয়া গড়িতে পারে সে বড় বিরল ॥ যথা তথা যাই আমি যত দূর পাই। চাদ-মুখের মধুর হাসে তিলেক জুড়াই ॥ সে হেন বন্ধুরে মোর যে জন ভাঙ্গায়। হাম নারী অবলার বধ লাগে তায় ॥ চণ্ডিদাস কহে রাই ভাবিছ অনেক । তোমার পারিতি বিনে সে জীয়ে তিলেক । ( ১৮ ) কানু-পরিবাদ মনে ছিল সাধ সফল করিল বিধি । (৫) কুজন-বচনে ছাড়িতে নারিব সে হেন গুণের নিধি ॥ বধুর পরিতি শেলের ঘা পহিলে সহিল বুকে । দেখিতে দেখিতে ব্যথাটি বাঢ়িল এ দুখ কহিব কাকে । (১) তোমরা আর আমাকে ধৰ্ম্মকথা শুনাইও না। তোমাদের ধৰ্ম্ম লইয়া তোমরা ঘরে যাও, আমার ধৰ্ম্ম কৃষ্ণ, ইত্যাদি। (২) বাহির হইয়া, এই দেশ ছাড়িয়া। (৩) ভ্রমণ করিব । - (৪) ক্ষণমধ্যে পাছে হ্রাস পায়। (ক) রুষ্ক-কললিহইৰবলিয়া মনে সাধ ছিল,বিধতাপূর্বকলি।