సేb8 বঙ্গ-সাহিত্য-পরিচয় ।
সকল ফুলে ভ্রমরা বুলে (১) কি তার আপন পর। চণ্ডিদাস কহে কালুর পীরিতি কেবল দুঃখের ঘর।
সর্থীর উক্তি ।
( , )
এমন পারিতি কৰ্ভু নাহি দেখি শুনি। পরাণে পরাণ বাধা আপনি আপনি ॥ দুহু কোরে (২) দুহু কাদে বিচ্ছেদ ভাবিয়া । আাধ তিল না দেখিলে যায় যে মরিয়া ॥ । জল বিনু মীন যন্ধু কবহু না জীয়ে (৩) । মানুষে এমন প্রেম কোথা না শুনিএ ॥ ভানু কমল বলি সেহ হেন নয়। হিমে কমল মরে ভানু সুথে রয় ॥ চাতক জলদ কহি সে নহে তুলনা । সময় নহিলে সে না দেয় এক কণী ॥ কুসুমে মধুপ কহি সেই নহে তুল। না আইলে ভ্রমর আপনি না যায় ফুল। কি ছার চকোর চাদ দুহু সম নহে। ত্ৰিভুবনে হেন নাহি চণ্ডিদাসে কহে ॥
( & )
একে কুলবতী ধনী তাহে সে অবলা। ঠেকিল বিষম প্রেমে কত সবে জালা ॥ অকথন বেয়াধি এ কহা নাহি যায়।
যে করে কানুর নাম ধরে তার পায়। (৪)
(১) ভ্রমণ করে। (২) ক্রোড়ে।
(৩) জীবন ধারণ করে।
(৪) কৃষ্ণনাম-কীৰ্ত্তনকারীর পদে রাধিক লুটাইয়া পড়িতেছেন। এমনই করিয়া চৈতন্তদেব কৃষ্ণনাম শুনিলে লোকের পায় পড়িতেন । বস্তুতঃ রাধিকার এই সব ভাব ভক্তিরাজ্যের, তাহা চৈতন্তদেবকেই স্মরণ করাইয়া দেয়।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৮
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
