পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৩২ बौवन-ठTां८शङ्ग हेR १ । বঙ্গ-সাহিত্য-পরিচয়। এতেক দেখিয়া কন্যা চমকিয়া চায়। এই বুঝি হয় মোর শ্বশুর-আলয় ॥ হা হা বিধি হেন বিড়ম্বন কেনে কৈলে। কি দোষে আমারে হেন পঙ্কেতে ডারিলে ৷ পিতা-মাতা না জানি কতেক ধন পাইয়া । অবলা আমারে দিল কুপেতে ডারিয়া। কোন অপরাধে কৃষ্ণ হৈলা নির্দয়। কিম্বা কোন সাধুত্ৰ করিন্থ অপচয় ॥ বিলাপ করিয়া কান্দে ভূমে গড়ি যায়। এখন আমার দশা কি হবে উপায় ॥ এ সঙ্গ এ ভজনেতে কতু না রহিব। কৃষ্ণভক্তি হেন ধন হঠাতে হীরাব ॥ মনুষ্য হেন যে জন্ম দুর্লভ পাইয়ে। সদগুরু-চরণ পাইলাম পিতার আশ্রয়ে ॥ কৃষ্ণভক্তি-নিধি পাইল সাধ কৈল চিতে । আমার করমে শিরে হৈল বজ্রাঘাতে ॥ সমুদ্রে ডুবিল রত্ন আকাঙ্ক্ষা করিয়া। রত্ন হাতে না আইল মরিন্থ ডুবিয়া ॥ হায় হায় কি করিব কি হবে উপায়। দাসীৱে কহয়ে তুঞি বিষ লয়ে আয়। বিষ খাঞো আমি এই পরাণ তেজিব। কিম্বা জলে প্রবেশিয়া ডুবিয়া মরিব ৷ দাসী কঁাদি কহে বিষ খাইয়া মরিবে । আত্মঘাতী হইয়া কেন নরকে যাইবে ॥ র্তেস্থ কহে সত্য বটে এ কথা নিশ্চয়। আত্মঘাতীরে কৃষ্ণ না হন সদয় ॥ তবে কি আমার গতি হইবে এখন। পলাবার পথ নাই অবলা-জনম ৷ উপায় আছয়ে এই মাত্র দেখি এবে । অনাহার করিয়া শরীর তেজি তবে ॥ এতেক ভাবিয়া ভূমে কান্দি গড়ি যায়। হেন সাধু জনে কভু বিঘ্ন কি জন্মায় ।