পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৪২ . . . . . . .3 অধ্যাপকের স্বর্ণ-চুর্ণ। কেহ কার প্রতি হাসি কহেন তথায় ॥ " বঙ্গ-সাহিত্য-পরিচয় । , পড়ুয়া করিয়া দৰ্প সংস্কৃত কয়। দুই চারি বাক্যেই হইল পরাজয় ॥ বারুই কহএ মুখ তুমি কিবা জান। যদি লজ্জা হয় তবে অধ্যাপকে আন ॥ পড়ুয়া যাইয়া অধ্যাপক-প্রতি কয়। বারুই কুমার স্থানে হৈলু পরাজয়। খেতরি গ্রামেতে নরোত্তম রহে যথা । বারুই কুমার পাণ হাড়ী দেয় তথা ॥ কি বলিব এ দোহার বিদ্যা অতিশয়। বুঝি এই দোহে বা করয়ে পরাজয়। যদি জিনিবারে পার বারুই কুমারে। । তবে যাবে খেতরি নহিলে চল ঘরে ॥ শুনি অগ্নিমূৰ্ত্তি হইয়া কহে বারে বার। দেখাহ আছএ কোথা বারুই কুমার । , এত কহি অধ্যাপক যাইয়া ত্বরিত। নানা শাস্ত্র চর্চা করে বারুই সহিত ॥ । ক্রমে ক্রমে তথা আইলা অধ্যাপকগণ । রাজা নরসিংহ আর রূপ নারায়ণ ॥ চতুর্দিকে লোক-ভিড় হৈল অতিশয়। পরস্পর কি অদ্ভুত শাস্ত্র-যুদ্ধ হয়। বারুই কুমার অতি মনের উল্লাসে। করএ খণ্ডন ব্যাখ্যা সুমধুর ভাষে । মহাক্রোধে পূর্ণ হয় অধ্যাপকগণ । অলৌকিক ব্যাখ্যা নারে করিতে স্থাপন । এ সব প্রসঙ্গ অল্পে না হয় বর্ণন । পরাভব হৈলা শীঘ্র অধ্যাপকগণ ॥ অধ্যাপক-সহ রাজা গেলেন বাসায় । - আইলেন অধ্যাপক সিংহের সমান । o পরাভব হৈয়া যেন হইলেন শ্বান ॥ o o - o - * * * * * to শ্ৰীমহাশয়েরে মুখ না পারে জানিতে । পাৰ্ব্বতীর আজ্ঞা বিপ্রে যার শিষ্য হৈতে। . .