পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব-চরিতাখ্যান-ভক্তি-রত্নাকর—১৬১৪-১৬২৫ খৃঃ । ১২৪৯ এথা রাজা দুষ্ট অল্প খুনের কারণে। . বহুদূর পর্যন্ত পাঠায় দুস্থ্যগণে । এই মহাজন গাড়ী ভরি ধন লৈয়া। কিরূপে আইলা পথে নিৰ্বাহ করিয়া ; কেহ কহে এ হয় ধাৰ্ম্মিক মহাজন। এ হেতু হরিতে ধন নারে দস্থ্যগণ৷ কেহ কহে দর্যগণ আছে লাগ লৈঞা। না জানি কখন হানা দিবেক আসিয়া ॥ । ঐছে কত কহে লোক রহি নিজালয়ে। এথা দস্থ্যগণ নানা উপায় চিন্তয়ে ॥ কেহ কহে ওহে ভাই কর এই কাষ। দ্বমু্যর সমাজে যেন না পাইএ লাজ । তামড় গ্রামের সন্নিধানে সজ্জ হৈলা৷ ৷ তথা নিজ-কাৰ্য্য-সিদ্ধি করিতে নারিলা ॥ রঘুনাথপুরের নিকটে নিশাভাগে। হৈলা পরাভব সবে সে সবার আগে ॥ এবে আইলা বনবিষ্ণুপুর-সন্নিধানে। যার যৈছে বল বুদ্ধি প্রকাশ এখানে। অদ্য গাড়ীসহ অর্থ দিলে সে রাজারে । হইবে প্রসন্ন নহে বধিবে সবারে। ঐছে কহি সবে এক সংঘটু হইয়া। পূজে চণ্ডী ছাগ শেষ মহিৰাদি দিয়া ॥ কেহ কহে হিত কর্তা প্রভু নারায়ণ । কলিতে যে কৈল কৃপা না হয় বর্ণন ॥ নবদ্বীপে বিপ্রবংশে জগাই মধাই। মহাপাতকীর শিরোমণি দুই ভাই ॥ যার ভয়ে কাপে লোক সে দুই পামরে । কৃপা করি উদ্ধারিলা নদীয়া-বিহারে । যাহার উদ্ধারে দেব মনুষ্যে মিশাই। করিল যতেক স্তব তার অন্ত নাই ॥ জগাই মাধাই হইলেন ভক্ত-রাজ । কহিতে কে জানে অলৌকিক তার কায । > * *