পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৫৪ - o * বঙ্গ-সাহিত্য-পরিচয় । কেহ কহে সে কৃষ্ণচৈতন্ত ভগবান। জীবে কৈল ব্ৰহ্মাদি দুর্লভ রত্নদান ॥ সে প্রভু হৈলা নীলাচলে সঙ্গোপন । এবে কে করিবে হেন দুষ্ট্রের তারণ ॥ কেহ কহে ওহে ভাই বলিয়ে তোমায়। হেন দুষ্ট তরে তার ভক্তের কৃপায়। কেহ কহে সে ভক্তের দুল্লভ-দর্শন। এ পাপিষ্ঠ দেশে কেনে হবে আগমন ॥ কেহ কহে ভক্তের এ রীত শাস্ত্রে কয়। জীব উদ্ধারিতে সৰ্ব্ব দেশেই ভ্ৰময় ॥ ভক্ত-দ্বারে সব কাৰ্য্য সাধে সেই প্রভূ । । ভক্ত-কৃপা বিনা কাৰ্য্য-সিদ্ধি নহে কৰ্ভু। কেহ কহে আহে মোর মনে এই হয়। অবশ্য আসিব এথা কোন মহাশয় ॥ তার কৃপালেশে না রহিব দুঃখ সব। মুচিবে ছৰ্ব্বদ্ধি রাজা হইবে বৈষ্ণব। এত কহি প্রভুরে প্রার্থয়ে বার বার । । গুচাহ রাজার এ অনীত ব্যবহার । , ঐছে শিষ্টলোকগণে হিত-চিন্তা করে। এথা রাজা ধনলোভে হর্ষ নিজ-ঘরে ॥ দস্যগণ প্রতি অতি প্রসন্ন হইয়া। বসন ভূষণ দিল প্রশংসা করিয়া ॥ শ্ৰীবীরহাম্বীর রাজা মনে বিচারয়। এই গাড়ী পশ্চিম দেশের মুনিশ্চয় ॥ বহুদিন বহু অর্থ-লাভ হৈল মোরে । এরূপ আনন্দ কভু না হয় অন্তরে ॥ বুঝিলু অমূল্য রত্ন আছয়ে ইহায়। এত কহি গ্রন্থের সম্পুট পানে চায় । গ্রন্থের সম্পূট শাস্ত্ৰ খুলিয়া আপনে। - দেখয়ে সম্পূট মধ্যে গ্রন্থ-রত্নগণে ॥ গ্রন্থ-দৃষ্টিমাত্রেতে হইল শুদ্ধ মন। পুনঃ পুনঃ গ্রন্থ-রত্বে করে সন্দর্শন