পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব-চরিতাখ্যান—ভক্তি-রত্নাকর—১৬১৪-১৬২৫ খৃঃ । ১২৫৫ সভামধ্যে সবার নেত্ৰেতে ঝরে জল । শ্ৰীবীরহান্ধীর রাজা হইলা বিহবল ৷ রাজার পাঠক নাম ব্যাস চক্রবর্তী। কে কহিতে পারে তার হৈল যৈছে আৰ্ত্তি ॥ যে যে জন ছিলেন শ্ৰীকথার সময় । সে সবার চেষ্টাতে অন্তের প্রেমোদয় ॥ আত্ম-বিস্তারিত হৈলা আচাৰ্য্য ঠাকুর। ভ্রমর-গীত-ব্যাখ্যা ও স্থির হৈতে নরে তার আবেশ প্রচুর ॥ ভক্তির উচ্ছসি। আচাৰ্য্য-চরণে পড়ি শ্ৰীবীরহাম্বীর । কথা সমাধান হইলেও নহে স্থির ॥ কতক্ষণে সুস্থির হইয়া ভাবে মনে। কৈলু মহাঘোর অপরাধ এ চরণে ॥ ঐছে দৈন্ত-রসে মগ্ন শ্ৰীবীরহাম্বীর । নেত্র-জলে ভািসয়ে হইতে নারে স্থির ॥ অতি নির্জনেতে আচার্য্যেরে বাসা দিয়া । সন্ধ্যা-সময়েতে শীঘ্ৰ মিলিলেন গিয়া ॥ প্ৰণমিয়া যোড়-করে করে নিবেদন । বিবরিয়া কহ প্ৰভু কৈছে আগমন ॥ ঐছে বাক্য শুনিয়া আচাৰ্য্য হর্ষ-চিতে । রাজা প্রতি কহে এবে কহি সংক্ষেপেতে ॥ স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র-কুমার। ব্ৰজে সঙ্গোপন কৈলা প্ৰকট-বিহার ॥ সময় পাইয়া সাঙ্গোপাঙ্গ লৈয়া সঙ্গে । নবদ্বীপে অবতীর্ণ হৈলা মহারঙ্গে ॥ নবদ্বীপে কৈলা প্ৰভু অদ্ভুত বিহার। শেষ (১) শিবাদিক তাহা নারে বর্ণিবার ॥ শাস্ত্রে যে প্রমাণ তাহ প্রত্যক্ষ করিল। সঙ্কীৰ্ত্তল যজ্ঞোত জগৎ মাতাইল ॥ কথোনি গণ সহ করি গৃহবাস। কেশব ভারতী স্থানে করিলা সন্ন্যাস ॥ শ্ৰীকৃষ্ণচৈতন্ত নাম বিদিত হইল। জীবে কৃপা লাগি সৰ্ব্ব-তীর্থেতে ভ্ৰমিল ॥ শ্ৰীনিবাসের আত্মকথা । (>) অনন্ত নাগ (যার সত্ৰমুখ)।