পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণব-চরিত্যখ্যান—ভক্তি-রত্নাকর—১৬১৪-১৬২৫ ३१ ।। ১২৫৯ গোষ্ঠীর সহিত রাজা উল্লাস-হিয়ায় । বিকাইল শ্ৰীনিবাস আচার্য্যের পায় ॥ গ্রন্থ-চুরি-প্রাপ্ত দস্থ্য-রাজার উদ্ধার। এই কথা সৰ্ব্বত্রই হইল প্রচার ॥ শ্ৰীকৃষ্ণবল্লভ ব্যাস আদি সৰ্ব্বজন । আচার্য্যের পাদপদ্মে লইলা শরণ ॥ আনন্দ-সমুদ্র উথলিল বিষ্ণুপুরে। ভক্তিদেবী অনুগ্ৰহ কৈলা ঘরে ঘরে ॥ • শ্ৰীকৃষ্ণচৈতন্ত নিত্যানন্দাদ্বৈত-গুণে । হইল বিহবল সবে অন্ত নাহি জানে ॥ গদাধর শ্ৰীবাসাদি প্রভূগণ যত। এ সবার নাম-গুণে মত্ত অবিরত ॥ বাড়িল অদ্ভূত'আৰ্ত্তি বৈষ্ণব-দর্শনে। হৈল গাঢ় রতি নবদ্বীপ-বৃন্দাবনে ॥ শ্ৰীনিবাস আচার্য্যের মহিমা গাইতে । যে আনন্দে মগ্ন তাহা কে পারে কহিতে ॥ নিজ নিজ ভাগ্য-শ্লাঘা করি সর্বজন । নিরস্তর করে সবে শ্রীনাম-কীৰ্ত্তন ॥ শ্ৰীবীরহাম্বীর রাজা মনের উল্লাসে। করযোড় কবি কহে আচার্য্যের পাশে ॥ অহে প্ৰভু মো সবার দুঃখ নিবারিলা । দেবের দুর্লভ রত্ন প্রদান করিলা ॥ আছে প্রভু এবে নিবেদিয়ে শ্রীচরণে । গ্রন্থ চুরি হৈল এ জানিল সৰ্ব্বজনে৷ গ্রন্থ-প্রাপ্তি মু অধম দন্ত্র্যর দমন । ঐ পত্রী লিখিয়া পাঠান বৃন্দাবন ॥ আর এই জানাইবা গোস্বামিগণেরে । যেন মো পাপীরে সবে অনুগ্রহ করে ॥ ঐঠাকুর নরোত্তম শুমানন্দ যথা । ঐছে পত্রী পাঠাইতে আজ্ঞা হবে তথা ॥ শুনিয়া রাজার বাক্য আচাৰ্য্য আপনে । পূৰ্ব্বেই লিখিল পত্র দিল রাজা-স্থান।