পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SRూరి বঙ্গ-সাহিত্য-পরিচয় । ইহা ভালি মোর প্রাণ সদা কম্প কম্পবান কোন মতে নাহি দেখি রক্ষা ॥ বিচারিয়া দেখ মোর পাপের নাহিক ওর কু-কৰ্ম্মেতে মোর মন দক্ষ। দয়াময় নাম ধর প্রভু গৌরাঙ্গ সুন্দর এই বার মোরে রক্ষ রক্ষ । অবতরি ভূমণ্ডলে বহু পাপী উদ্ধারিলে তাহে যশ নাহি ভাবি মনে । মো অধম পাপী কভু উদ্ধারিতে পার প্রভু তবে যশ রহে ত্রিভুবনে ॥ বহু পাপী উদ্ধারিলে আমা প্রতি না হেরিলে ইথে মোর মনে হয় ভয় । পতিত-পাবন নাম ধর প্রভু গুণ-ধাম পাছে নামে কলঙ্ক রহয় ॥ আমি তুচ্ছজীব দীন বিষয়ে হইয়া লীন - না ভজিলু চরণ তোমার। তুমি প্রভু কৃপা-সিন্ধু অধম জনার বন্ধু এই বাক্য সৰ্ব্বত্র প্রচার ॥ অনন্ত ব্ৰহ্মাণ্ড-ভৰ্ত্ত তুমি সভাকার পিতা জীব সব তোমার তনয় । দুৰ্দ্দৈবেতে যদি পুত্ৰ গমন করে অন্তত্ব পিতা তারে কভু না ছাড়য় ॥ ব্ৰহ্মাণ্ডের জীব যত উদ্ধারিলে নানা মত কাহার দুর্গতি না রহিল। তোমার করুণা-বলে সেই সব অবহেলে তব মায়া-সিন্ধু তরি গেল ।