পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ অনুবাদ–মার্কণ্ডেয় পুরাণ–১৫৪৫-১৫৫৪ খৃষ্টাব্দ। ১২৮৩ পদ্ম ফুল-জড়িত ঘরের যত স্তম্ভ। কত অপরূপ কাম তাতো আরো লম্ব ! ভূমি-ভাগ সকল বান্দিল মরকত । নানান বিচিত্র কৰ্ম্ম বিরচিল তাত ৷ হীরামণ মাণিকে রচিত দেবালয় । ফটিকে রচিত তবে পাট সোণাময় ॥ ফুটিল কমল দিঘী-সরোবর-নীরে। তিন-গুণযুত সদা সমীর সঞ্চারে । ঘরে ঘরে সরোবর কুসুম-কানন। বিকশিত গন্ধ যেন মলয়া-পবন ॥ মকরনদ-পরাগের রঞ্জিত ধরণী । মধুকর নাচে যেন মুমধুর ধ্বনি ৷ সোণায়ে বান্দিল যত তরুমুল যত । চারি পারে প্রবাল বান্ধিল মরকত ॥ ছত্রশাল পানীশালা সবে হেমময় । ভুবন-দুৰ্লভ পুরীখান মনোময় ॥ হেন স্থানে প্রবেশিল রাজার তনয় । ঘর মাত্র দেখিয়ে নাহিক লোকচয় ॥ তুরঙ্গে চড়িয়া শক্রজিতের নন্দন। তরুর ছায়াতে গিয়া হৈল উপশন ॥ চতুষ্পথে রহিয়া কুমার গণে মনে। কেমনে জানিব দৈত্য গেল কোন স্থানে ॥ হেন কালে তপস্বিনী-বেশে নারী এক । অতি রূপবতী বিদ্যাধরী পরোতেক ॥ জটা ধরিআছে শিরে কর্ণেত কুণ্ডলে। পিন্ধিল রুদ্রাক্ষ দুই শ্রবণ যুগলে । ইন্দু-কুল-বিনিন্দ ধবল দস্তাবলী। স্বভাবে অরুণ ওষ্ঠ গুঞ্জার পারলী ॥ সৰ্ব্ব সুলক্ষণী তার পীন পয়োধর । পরিধান কৈল অঙ্গে এক ষে অম্বর ॥ কমণ্ডলু হাততে লইল কুশাসন। ভুবনমোহন রূপ ধরি কাম-শয় ॥