পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పిఫిసి3 বঙ্গ-সাহিত্য-পরিচয় । সেই মালা আনি ধনী ধরিল হিয়ায়। তাহার পরশে কৃষ্ণ-পরশ জাগায়। একাবলী হার স্বর্ণ-সুত্ৰেতে গ্রথিত । স্থল তারাবলী যেন অম্বর-উদিত ॥ চতুদ্ধি আনিয়া তার হৃদয়েতে দিল । সুবর্ণ-শিকলি দিয়া চতুফি গাথিল । ইন্দ্রনীল-রত্বে সেই চতুস্কি রচিল । পদ্মরাগ হীরা মণি কনকে খচিত ৷ পট্ট-থোপ পৃষ্ঠদেশে ক্রমে নাম্বিয়াছে। আকণ্ঠ হইতে শোভে নিতম্বের কাছে ৷ নিতম্ব-পৰ্ব্বত হইতে বেণী ভূজঙ্গিনী। মস্তকে উঠিতে কৈল সোপান সাজনি ৷ স্বর্ণাঙ্গদ ভূজে দিল বিশাখা আনিয়া। কাল পট্ট-ডোর রত্ন-মালাতে রচিয় ॥ তাহা দেখি কৃষ্ণচন্দ্র মহাসুখ পায়। হেন সে অঙ্গদ-শোভা কহনে না যায়। নীলরত্ন বলয় তবে দিল দুই করে। যে শোভ হইল তাহ কে কহিতে পারে। রক্তপদ্ম-মৃণালে যেন মধু বিগলিত। তাহাতে রচিল যেন ভ্রমর বেষ্টিত ৷ সুবৰ্ণ-কঙ্কণ দিল তাহার উপরে। মুক্তাবলী শোভে তাহে অতি মনোহরে ৷ স্বৰ্য্যমণ্ডলে যেন চন্দ্র বিশ্বগণ । উদয়-সময়ে যেন শোভা এই মন ॥ সুবৰ্ণ-মাদুলি অতি শোভিয়াছে করে। পট্টথোপ নামিয়াছে তাহার অন্তরে ॥ অনেক রতনে কৈল থোপের সাজনি । এই রূপে হস্তে মণিবন্ধের বন্ধনী ॥ অদ্ভুত রত্নমুদ্রিকা অঙ্গুলিতে দিল। বিপক্ষমৰ্দ্দন নাম তাহাতে লিখিল ৷ আশ্চৰ্য্য কটক দিল চরণ-যুগলে। -- নানা রত্ন-অংশ তাতে করে ঝলমলে ।