পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ অনুবাদ–গোবিন্দ-লীলামৃত—১৬শ শতাব্দী। ১২৯৭ সুৰ্য্যের কিরণ সব কোমল হইল। দক্ষিণ দিশতে অর্ক গমন করিল। শিশির সুন্দর নানা বন একদেশ । যাহা দেখি হয় মনে আনন্দ-আবেশ ৷ সবুজ বান্ধুলি রক্ত-দুকুল-অধরে। মন্দাকিনী-প্রভা সেই চলি অনুমীয়ে ৷ প্রফুল্লিত কুন্দ দেখ শ্বেত অস্ত্র ধরে। হরিতাল ভারই (১) শব্দে স্তবন যে করে। এই মত তোমা দোহা মিলিবার তরে। অতিশয় প্রেমে নিজ শোভা বহু করে। প্রভাতে সন্ধ্যাতে রবি-কিরণ কোমল । মৃগ সব যায় ঘন-দল-তরুতল ৷ মন্দ রোম উঠে সেই প্রকট-পুলক। তোমা দোহা দেখি জলে দৃষ্টি অনিমেখ । দিন দিন স্বৰ্য্য-তেজ টুটে অতিশয়। হুর্য্যের মুহৃত দিন অতি ছোট হয় ৷ কৃষ্ণের জল-লীলা ও বন-ভোজন । এইরূপে কৃষ্ণ জল-বিহার করিয়া । উঠিল কুণ্ডের তীরে পদ্মিনী সিঞ্চিয় ॥ যেন মত্ত হস্তী শুণ্ডে জল উঝারিয়া । অঞ্জ-বন সিঞ্চি উঠে উপরে আসিয়া ৷ সেবাপর সর্থী কৃষ্ণের সঙ্গে প্রিয় যত । উদ্বর্তন-গন্ধ-তৈলে অঙ্গে সেবে কত ॥ স্নান করাইল প্রেম বহু হর্ষ পাঞী। সবেই উঠিল তীরে আনন্দিত হৈয়া ৷ গৌরাঙ্গীর অঙ্গে শুক্লবসন লাগয়ে । জল-ধারা সব অঙ্গে বাহিয়া পড়য়ে ॥ হেমাচল-ক্ষুদ্র-শৃঙ্গ-শ্রেণী মগ্ন হৈয়া । শারদ-অম্বুদ যেন বর্ষে হর্ষ পাঞ ৷ কৃষ্ণের বিচিত্র কেশে জল-ধারা বহে। শিখর-উপরে মুক্ত-একাবলি (২) রহে ॥ - o পক্ষীর নাম । (২) এক নহর মুক্ত-হার।

  • చి