পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ অনুবাদ—আলাওলের পদ্মাবৎ–১৬১৮ খঃ । ురిం సి ষেই ইচ্ছা সেই করে কেহু নাহি জানে। মন বুদ্ধি অন্ধ ধন্ধ তাহার কারণে ॥ সেই সে সকল গড়ে সকল ভাঙ্গয় । ভাঙ্গিয়া গঠয় পুনি যদি মনে লয় ॥ প্রকট গোপত আছে সবাকারে ব্যাপি । ধাৰ্ম্মিক চিনয়ে তাকে না চিনয়ে পাপী ॥ বিনি জীবে জীয়ে বিনি করে সব কৰ্ম্ম । (১) জীবহীন কর্তা সেই কে বুঝিবে মৰ্ম্ম ॥ পদ বিনে চলে প্রভু কৰ্ণ বিনে শুনে । হিয়া বিনে ভূত ভবিষ্যৎ সব গুণে ॥ চক্ষু বিনে হেরে পন্থ পাখা বিনে গতি । কোন রূপ-সম নহে অনন্ত-মুৱতি ॥ স্থান-বিবর্জিত সদা আছে সৰ্ব্ব ঠাম (২) । ৰূপ-ৰেখা-বহির্ভূত নিরমল নাম । জার যত দিয়া আছে রত্ব অমূলিত । নাহি জানে মুর্থ তার মৰ্ম্ম কদাচিত । দরশন-হেতু দিয়া আছে চক্ষুজ্যোতি । শ্রুতি-হেতু দিয়াছে শ্রবণ-মাঝে শ্রুতি । ৰাক্য বড় রস হেতু রসন প্রসাদ । হান্ত লাগি দশন লইতে নানা স্বাদ ৷ স্বস্বর নিমিত্তে করিয়াছে কণ্ঠ দান। হস্ত পদ আদি প্রভু দিছে স্থানে স্থান ॥ ভিন্ন ভিন্ন রাজ্যে নিযোজিছে সবাকারে । একের কর্তব্য আনে করিতে না পারে ॥ এ সব রতন পাইয়াছে জনে জনে। তথাপি দাতার মর্য্যাদা কেবা জানে ॥ যাহাকে করিছে প্রভু এক রত্ন-হীন । সেই সে জানয়ে মৰ্ম্ম হই অতি ক্ষীণ ॥ (৩) (১) তাহাঁর জীবন নাই অথচ তিনি জীবিত, তাহার হস্ত নাই অথচ তিনি কৰ্ম্মী। (২) ঠাম=ঠাই। . (৩) যে এই সমস্ত রত্বের কোনটা হইতে বঞ্চিত হইয়াছে, সেই মাত্র ততটা ক্ষীণ (বঞ্চিত) হইয়া উক্ত রত্বের মৰ্ম্ম বুঝিতে পারে।