পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ অনুবাদ–আলাওলের পদ্মাবৎ-১৬১৮ খৃঃ । 〉S)〉 3 তিন গুরু হইলে তারে বলয় মগণ । নিধি স্থিরবন্ধ প্রাপ্তি হয় ততক্ষণ ৷ আদ্য লঘু অপর দুই হয় গুরু যার। তাহারে যগণ বুলি বুঝিয়া বিচার। মধ্যে লঘু দুইদিকে দুই গুরু হয়। সেই সে রগণ হয় জানিও নিশ্চয় ॥ দুই গণগুণ কহি মনে করি কল্প। ধগণে সাহস বহু রগণে আয়ু অল্প । অন্তে গুরু আছে মধ্যে লঘুর প্রচার। সুনিশ্চিতে জানিয় সগণ নাম তার ॥ আদি দুই গুরু একাক্ষর লঘু হেটে। তাহারে তগণ বলি জানিয় প্রকটে ৷ সগণে পড়িলে মাত্র করয়ে উদাস । তগণে শূন্ত ফল জানিয় নির্যাস ॥ মধ্যে গুরু দুই দিকে দুই লঘু পায়। তাহারে জগণ বলি উৎপাত করায় ॥ অস্ত্য মধ্য লঘু যার শুরু আদ্যক্ষর। ভগণ মঙ্গল-ফল দেন্ত বহুতর ॥ তিন লঘু নগণে সম্পদ হয় বৃদ্ধি। দূর হয় আপদ তুরন্ত কাৰ্য্য-সিদ্ধি। (১) পদ্মিনীর বেশ-সজ্জা । কেশ গুছাইয়া কুসুম রচিয় গাথিছে ত্রিগুণ বেণী । পাটর থোপন কনক-বন্ধন বিরাজিত রত্নমণি ॥ যেন গিরিবর হন্তে (২) অজগর লটকি রহিল মুখে । (১) “মস্ত্রিগুরুস্ত্রিলঘুণ্ট নকারঃ। ভাদি গুরুঃ পুনরাদিলঘুৰ্যঃ ॥ জো গুর মধ্যগতে রলমধ্যঃ । সোহন্ত গুরু; কথিতেইস্ত্যলঘুস্তঃ ॥ গুরুরেকে গকারঃ স্তাল্লকারো লঘুরেককঃ।” (২) ছইতে।