পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২২ বঙ্গ-সাহিত্য-পরিচয় । ভুরূর বিভঙ্গ অপাঙ্গ-তরঙ্গ মদন-মন-মোহিতা । গুছিলেক কেশ কুসুম সুবেশ সিন্দুর চন্দন দিলে। সঘন রাতি তারক (১)-পাতি বান্ধুলি-রত্ন বিরাজিত । সিন্দূর ভালে 崇 崇 學 豪 সঘন অধর-জ্যোতিঃ । রসন সুলাল বচনে রসাল বিরহ-বেদন-মোহিত । মাগন নায়ক গুণক গায়ক জগজন সুশোভিতা । আলাওলে ভণে রমণী-গায়নে অপ্সরা নাটক-গঞ্জিত ৷ বসন্তে মিলন । বসন্তে নাগরবর নাগরী-বিলাসে। বর বালা দুই ইন্দু আবে যেন স্বধা-বিলু মৃদু মন্দ অধর ললিত মধুহাসে। প্রফুল্লিত কুসুম মধুব্রত ঝঙ্কত হুঙ্কত পরভৃত কুঞ্জে তরাসে। মলয়-সমীর স্বসৌরভ সুশীতল বিলুলিত পতি অতিশয় রসভাষে । প্রফুল্লিত বনস্পতি কুটির তমাল-ক্রম মুকুলিত চুতলতা কোরক-জালে। যুবজন-হৃদয় আনন্দে পরিপূরিত রঙ্গ-মল্লিকা-মালতী-মালে ॥ মধু-সেনাপতি সঙ্গে মদনমেদিনী-পতিবাহিনী কোরক নব-পল্লব পূর্ণিত। নব দণ্ড কেশর চামর সৌরভ ভুবন-বিজয়ী চিত্ত যুবক-শাসিত। (১) তারা, নক্ষত্র ।