পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిన8 বঙ্গ-সাহিত্য-পরিচয় । ( ১৩ ) ও রাই তুমি সে আমার গতি। তোমার কারণে বসত ওখানে গোকুলে আমার স্থিতি ৷ নিশি-দিশি বসি রস-আলাপনে মুরলী লইয়া করে। যমুনার তীরে ধেয়ান করিয়া থাকি যে তোমার তরে ॥ তোমার মহিমা রূপের মাধুরী তাহ দেখিবার তরে। কদম্ব-কাননে ধেনু-বৎস সনে থাকি তোমা পাবার তরে ॥ তোমার মুরতি তোমার পরিতি হৃদয়ে বান্ধিয়া আছি। করি অনুমান জপি তব নাম ওহাই জপিয়া আছি ॥ চণ্ডিদাসে কয় এ হেন পীরিতি জগতে আর কি হয়। এমন আরতি না দেখিএ কতি (১) এরূপ না হলে নয় ॥ ( ১৪ ) গৃহমাঝে রাধা কাননেতে রাধী রাধাময় সব দেখি। শয়নে স্বপনে ভোজনে গমনে রাধারে দেখিয়ে আখি ॥ প্রেমেতে রাধিক স্নেহেতে রাধিক রাধিক আরতি-পাশে। রাধারে ভজিয়া রাধাকান্ত নাম পায়্যাছি অনেক আশে । দানেতে রাধিক ধ্যানেতে রাধিক রূপেতে রাধিকাময়। সৰ্ব্বত্রে রাধিক সৰ্ব্বাঙ্গে রাধিক সদাই দেখিএ তোয় ॥ শু্যামের বচন আরতি শুনিয়া প্রেমামৃতে ভাসে রাধা। চণ্ডিদাসে কয় এমন পারিতি হিয়ায় হিয়ায় বাধা ॥ ( × ) শুন হে রাই। তোমার মহিমা ও রস মাধুরী সদাই মুরলীতে গাই। সদাই লইলাম অতি অনুপাম করে নিশি-দিশি জপি । রাধা নাম দুট প্রেমের অঙ্কুর আপন হিয়াতে রোপি । উঠিতে বসিতে আন নাহি চিতে নিরন্তর তোমায় দেখি । চাদের লালসে যেমন চকোর তেমতি বসিয়া থাকি ৷ যেমন মরম লুবধ ভ্রমরা পরাণ তোমার পাশে। মন-মাতা (২) হাতী অঙ্কুশ না মানে ধাওত তোমার আশে । চণ্ডিদাসে কয় শুন সুনাগরী আর কি জানএ দেহা । দুই সে জানএ ছ হাকার তত্ত্ব আনে কি (৩) জানএ লেহা । (১) কোথায়ও । (২) মাতা=মত্ত। (৩) অপরে কি।