পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రి:Rbr উদাহরণ । বঙ্গ-সাহিত্য-পরিচয় । “রাইক কোরে চমকি হরি কহতহিঁ কহব তাকর সঙ্গ । রোদতি রাধা কাকু করি কোর । হরি হরি প্রাণনাথ কাহা গেল মোর ॥” নিকটে থাকিতে বিচ্ছেদ হেন বাসে। কুররী বিলাপ যেন মনীষিগণ ভাষে ॥ শ্রীরতি-পতি চরণ-যুগলে যার আশ। রসকল্পবল্লী কহে গোপাল দাস ॥ ইতি শ্রীরাধাকৃষ্ণ-রস-কল্পবল্লী অনুরাগ-রক্তোৎপল সপ্তম কোরক। গোবিন্দ মিশ্রের গীতা । কবি গোবিন্দ মিশ্রের নিবাস—কুচবিহার। ( শ্ৰীযুক্ত হরগোপাল দাসকুণ্ডু সংগৃহীত। ) গোবিন্দ মিশ্র আসামের দামোদর দেবের শিষ্য। কুচবিহারের মহারাজা প্রাণনারায়ণের সময়ে দামোদর দেব আবিভূত হন। প্রায় ২৭৫ বৎসর পূৰ্ব্বে গীতাথানি রচিত হইয়াছিল। ইনি শঙ্করী, ভাস্করী মত, হনুমানের পৈশাচ ভাষ্য, আনন্দগিরির টীকা ও শ্ৰীধর স্বামীর সুবোধিনী টীকা—এই পঞ্চটীকা আলোচনা ও সমন্বয় করিয়া গীতার পদ-রচনা করিয়াছেন। ভগবানের বিশ্বরূপ । সঞ্জয় বদতি শুন অম্বিকার সুত । কৃষ্ণ দেখাইলা রূপ অতি অদ্ভূত। অনেক নয়ান বক্ত, শির অসংখ্যাত। কিরীট কুণ্ডল হার শোভা করে কত ॥ কঙ্কণ কিঙ্কিণী অঙ্গে পিন্ধি আছে হাতে । নানাবিধ অস্ত্ৰ শস্ত্র ধরিয়াছে তাতে ॥ সুগন্ধ চন্দন মাল্য বস্ত্র পিন্ধি পীত । কেয়ূর কিঙ্কিণী কটি কাঞ্চী-সমন্বিত ।