পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>○8e বঙ্গ-সাহিত্য-পরিচয় । বাসন্তী লীলা । এমতে বসন্তে হরি করয়ে বিহার । এ সখি সুন্দরী যুবতী জনে হরি নাচত কত পরকার । পবনে লবঙ্গ-লতা মৃদু বিচলিত শীতল গন্ধ বহয়। কুহু কুহু করি কোকিলকুল-কুজিত কুঞ্জে ভ্রমরীগণ গায়। বকুল-ফুলে মধু পীয়ে মধুকরগণ তাহে লম্বিত তরু-ডাল। পতি দূরে যাব তার প্রতি মনোরথ মনমথনে হয় কাল ॥ মৃগমদ-গন্ধে তমাল-পল্লব ব্যাপি হইল সুবাস। যুবজন-হৃদয় বিদারিতে কামের নখ কিবা হইল পলাশ ৷ মদন-নৃপের ছত্র হেম-নিৰ্ম্মিত কিয়ে নাগেশ্বর ফুল। শালিমুথ-সদৃশ বাণ নিরমাওল পাটলী-ফুল অতুল ৷ দেখি বিলক্ষণ জগত ফুল ছল তরুণ করুণ কিয়ে হাসে। কেতকী করাত-সদৃশ করি নিরমিল বিরহি-বিদারণ-আশে ॥ মাধবী-পুষ্পের গন্ধে হরে মন নব মল্লীফুল-বাসে। মুনি-জন-মন মোহে তরুণী জন কি করব পতিযুত তরুণী বিনাশে। বিকশিত মাধবীতরু-আলিঙ্গনে পুলকে কি মুকুলিত আম। অতি পরিসর যমুনা-জলে সেচিত বৃন্দাবন অনুপাম । শ্ৰীজয়দেব-চরিত এই অদ্ভুত বিরচিত গিরিধরের বিহার। সেই অনুপম বৃন্দাবন-লীলা-মঙ্গল করুণ বিথার ॥ অভিসার । রাধে বিপিন-পয়ানে করু সাজ । ৰমুনা-তীরে মন্দ বহে মারুত তাহাতে বসিঞী যুবরাজ । কর অভিসার করি রতিরস মদন মনোহর-বেশে । গমনে বিলম্ব না কুরু নিতস্বিনী চল চল প্রাণনাথ-পাশে । তুয়া নিজ নাম শুাম করি সঙ্কেত বাজায় মুরলী মৃদু ভাষে। তুয়া তনু পরশি ধূলি তনু উড়ত তারে পুনঃ পুনঃ প্রশংসে ॥ উড়ইতে পক্ষী বৃক্ষদল বিচলিতে তুয়া আগমন হেন মানে। দ্রুত-গতি শেষ (১) করত পুনঃ চমকই নিরখত তুয়া পথ-পানে ॥ শবদ অধীর নুপুর দূরে তেজ রিপু সদৃশ রতি রঙ্গে। অতি তমঃপুঞ্জ-কুঞ্জবনে চল সখি নীল উড়নী লেহ অঙ্গে । (১) শয্যা ।