পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

LH88 রাখার রূপ । বঙ্গ-সাহিত্য-পরিচয় । কৃষ্ণ—বেণু-ধ্বনি হৈতে স্বাছ তোর কণ্ঠস্বর। বাজাহ মোহন বেণু শুনি যে সুস্বর। মধুমঙ্গল—অতঃপর সখা আগে তোর বেণু শুনি। পাছে মোর কণ্ঠস্বর গুনাব এখনি ॥ কৃষ্ণ কহে সখা এই সময় হইল। ঈষৎ হাসিঞ কৃষ্ণ বেণু বাজাইল । বেণু-ধ্বনি শুনি যত খগ-মৃগগণ । চেতন হরিল সভে চমকিত মন ৷ কোকিল আপন শব্দ বিস্মৃত হইঞা । লতাগ্রে বসিঞ শুনে শ্রবণ পাতিঞা ॥ মধু কহে সখা তোর শুনিলাম বংশী। মোর কণ্ঠস্বর গুন কহে হাসি হাসি ॥ দ্বিজ ভবানন্দের হরিবংশ । ১১৯০ বাং সনের দীর্ঘাকৃতি ১৩২ পত্র (২৬৪ পৃষ্ঠা ) ব্যাপক পুথি হইতে নকল করা হইল। পুথির লেখক “ভাগ্যবস্ত ধুপী” । তোমার সমান রূপ নাহি ধরাতলে । বিধাতা মিলাইল আজি পূৰ্ব্বজন্ম-ফলে । দেখিয়া তোমার রূপ অতি মনোহর । আকাশে থাকিয়া তপ কৈল শশধর । প্রশংসা শুনিঞ। রাধা মন্দ মন্দ হাসে । সরোবর-মধ্যে যেন কমল প্রকাশে ॥ দিনমণি সেবিতে না হইল সমান। নিশিতে মুদিত হইল পাইয়া অপমান ॥ দুই পাতি দশন যেন মনোহর সাজে। মুক্তা-হার গজদন্ত পলাইল লাজে । বিম্বফল জিনি তার ওষ্ঠ-অধর। অরুণ জিনিল তাহা গেল দিগন্তর ॥ শ্রবণে শোভিছে ভাল মকর-কুণ্ডল। চম্পক কমল জিনি দীপ্ত কলেবর ॥