পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণদাসের নারদ-পুরাণ। শ্ৰীকৃষ্ণের পরশুরামরূপে অবতীর্ণ হওয়ার কারণ। ১২০৬ সনের হস্তলিখিত পুথি হইতে গৃহীত। গ্রন্থকারের নাম কৃষ্ণদাস । পুথিখানি খণ্ডিত,–মাত্র ২৬টি পত্র পাওয়া গিয়াছে। শুনহ নারদ আমি কহি আর বার। যেহেতু হইনু ভৃগুরাম-অবতার ॥ স্বৰ্য্য-বংশে আছিল বাল্মীক নরপতি। অপুত্ৰ আছিল রাজার না ছিল সন্ততি ॥ যাগ যজ্ঞ করে রাজা পুত্রের কারণ। অবিরত ব্ৰাহ্মণেরে দেই নানা ধন ॥ দৈবযোগে রাজরাণী হৈল গর্ভবতী। দশ মাসে প্রসবিল উত্তম সন্ততি ॥ পুত্ৰ-মুখ দেখি রাজা হরষিত মন। অকাতরে ব্রাহ্মণেরে দেই নানা ধন ॥ দেশ-দেশান্তর হৈতে ব্ৰাহ্মণ আনিয়া । । সন্তোষ করিল রাজা নানা ধন দিয়া ॥ যে যাহার স্থানে গেলা যতেক ব্রাহ্মণ । রাজ-পুত্রে আশীৰ্ব্বাদ করি সৰ্ব্বজন ॥ দৈব-নিবন্ধন তাহা কে পারে খণ্ডিতে। পঞ্চ বৎসরের শিশু মৈল আচম্বিতে ॥ পুত্রের মরণে রাজা শোকাকুল মন। অচেতনে ভূমে পড়ি করএ রোদন ॥ কতক্ষণে মহারাজা উঠিয়া বসিল। কি কারণে মৈল পুত্ৰ ভাবিতে লাগিল। মিথ্যা যাগ যজ্ঞ হোম করিএ সকল । ব্রাহ্মণে দিলাম দান হইলা বিফল ৷ মিথ্যা বাক্য কহিলেক যতেক ব্রাহ্মণে । মিথ্যা আশীৰ্ব্বাদ কৈল আমার নন্দনে ॥ ভগুনা (১) করিয়া খায় যত দ্বিজগণ । ফিরাইয়া লব যত দিয়াছিল ধন ॥ (১) বঞ্চন =ভণ্ডামি । t