পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৫৪ রাজকুমারীর অক্ষেপ । গৃহে প্রত্যাগমন ও রাণীগণের আদর। বঙ্গ-সাহিত্য-পরিচয় । ভণএ ফকীর রাম এ কথা নিশ্চয়। সত্যে বন্দী থাকিলে নরকবাসী হয় ৷ কি খেনে আইলাঙ আজি পড়িবার লাগি । না জানিঞা সত্যে বন্দী হইলাঙ অভাগী ॥ হাতে তুলি অভাগী আপনি খাইলাঙ বিষ। আপনি আপন-মুণ্ডে পাড়িলাঙ কুলিশ। রাজা নাম্য রাজা হইলাঙ রাজ-সিংহাসনে (১) । এ সব ঐশ্বৰ্য্য ছাড়া যাইব কেমনে ॥ কপোত অধিক মোর এক শত মা। (২) ছাড়া যাত্যা কেমনে উঠিব মোর পা ৷ নহলি (৩) যৌবন মোর নবীন বএস। কেমনে যাইব আমি দূর পরদেশ ॥ এত কাল পড়া শুন্য এই দশা হল্য। এক শ মাএর নৌকা দরিয়ায় ডুবিল। ভণএ ফকীর রাম শুন রাজার বী। বিষ খায়্যা বিষাদ ভাবিলে হবে কি ৷ কার ঘরে গেছিলে সাধের বাছ মোর। শূন্ত কর্য এক শত জননীর কোর ॥ এক তিল যদি না দেখিতে পাই তোরে। বিকলা মাএর প্রাণ অছিপছি (৪) করে। অনেক সাহসে তোরে পড়িতে পাঠায়্যা। চাতক-সমান থাকি পথ-পানে চায়া ॥ মণি হারাইয়া যেন ফণীর হাইবাস। মাণিক্য হারায়্যা যেন দরিদ্রের হুতাশ ৷ তোমারে পাঠায়্যা তেন আমরা নিরাশী । তিল আধ নহে কত যুগ হেন বাসি। আজ হৈতে পড়িঞা শুনিঞ নাহি কায । বস্ত থাক এক শত মাএর সমাজ (৫) ॥ (১) রাজার সন্তান হইয়া রাজবৈভবে জন্মগ্রহণ করিলাম। (২) আমার এক শত মাত কপোতী অপেক্ষাও স্নেহশীলা । (৩) নূতন। (৪) আকুলী ব্যাকুলী। (৫) সমাজ=সঙ্গে=মধ্যে।