পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ—সখীসেন—১৭শ শতাব্দী। రి(న দুটা চক্ষু বাহিঞ গলিঞা পড়ে ধারা । ছটিয়া চলিছে যেন বাউরির (১) পারা ॥ শিশু-শোকে সুরভি ধরিতে নারে গা । কেমনে জীবেক মোর এক শত মা ৷ শতেক মাএর আমি অন্ধলার নড়ি । আজি হৈতে মা সব হৈল আটকুড়ি ॥ আর না মাএর সঙ্গে হইবেক দেখা । ফকীর রাম দাসে বলে কপালের লেখা ॥ বসন্ত-বর্ণন । রে ঋতুরাজ বসন্ত পরবেশ । মৃত তরু মুঞ্জরে পঞ্জর-শেষ ॥ কোমল পর্ণয় (২) তরুগণ শোভে। গুঞ্জরে ভ্রমর কুসুম-মধু-লোভে ৷ কোকিল কলরব করত মধুর। নাচত মত্ত ময়ুরী ময়ুর ॥ ঘন ঘন সঘনে পবন বহে মন্দ । শীত সমীরণ মলয়জ-গন্ধ ॥ নিরখিয়া শোকরস পরিহাস ভাষ মুমধুর। হেরি বিধু-বদন মদন ভেল জোর। 臺 臺 臺 豪 臺 ফকীর রাম দাসে কহে সুখের নাহি ওর ॥ রাজ-কন্যার রূপ-বর্ণন । একে রূপে যৌবনী রূপের নাঞি সীমা । গাএর বরণ জিনি কাঞ্চন-প্রতিমা ॥ দাণ্ডাইলে অবনী লোটায়্যা পড়ে চুল। পূৰ্ণচন্দ্র-বদন নাসিকা তিল-ফুল। কুরঙ্গ-নয়ন-জিনি লোচন-যুগল। আলি-পাতি (৩) দশন অধর বিম্বফল ৷ (১) বাউরি =পাগল। (২) পর্ণয় = পত্রে। (৩) মিসী দেওয়ার জন্য এখানে দশন-পংক্তি ভ্রমরের সঙ্গে উপমিত হইয়াছে।