পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ—সখীসেনা—১৭শ শতাব্দী। YS)\ు) হাম অভাগিনী এক শত মাএর বী। মোর ঘরে না জানি হয়্যাছে আজি কি ৷ মোর শোকে কত না কান্দিছে অভাগিনী। ঘরে ঘরে খুজিয়া বুলিছে হাপুতিনী (১)। মাএর কাণের সোণ বাপের আখির তারা । তিলে তিলে নজরে নজরে হই হার ॥ এক তিল যদি না দেখিতে পান মোকে । বাছা কোথা বলিয়া সুধান সব লোকে ॥ তিল আধ যাহারে না দেখিলে প্রাণে বঁাচে । সেহ নাকি এখন পরাণ ধর্য আছে। কোন কালে পরাণ তেজ্যাছে শত মা। অনল জালিয়া রাজা ঢালিয়াছে (২) গা ৷ ভণএ ফকীর রাম কেন ভাব দুঃখ । বার্যালে গজের দন্ত না পূরে সে মুখ ॥ (৩) পথিমধ্যে ঝড় ও কুমার-কুমারীর বিপদ । গগনে উড়িল মেঘ করিঞা অন্ধীর । স্বৰ্গ মর্ত্য পাতালে করিল একাকার ॥ গগন উপর উড়িলা জলধর করিঞা ঘোর ঘট । কালিয়া মেঘে চতুৰ্দ্দিগে বেঢ়িয়া পড়িছে বিজলী-ছটা । হুড় হুড় জুর তুর গুর গুর গুর গভীর গর্জন শুনি । বিপরীত শব্দ শুনিয়া হৈলা স্তব্ধ ধমকে চমকে মুনি ॥ (৪) হাপুতিনী =কাবিরোগ-কাতরা | বিসর্জন দিয়াছে। গজ-দন্ত একবার গজ-মুখ হইতে বাহির হইলে আর ভিতরে তুমি একবার গৃহ হইতে বাহির হইয়াছ, আর গৃহে ফিরিয়া যাওয়া অসম্ভব । (৪) বজের শব্দে মুনিরও ধ্যান-ভঙ্গ হয় । ➢ ዓ >