পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩৬২ বঙ্গ-সাহিত্য-পরিচয় । উন পঞ্চাশ পবন সঞ্চার করিয়া আইল ঝড় । চৌদিগ যুড়িয়া চলিল উড়িয়া না রহে চালের খড় ॥ নাম্বিল বীর সাগরের নীর করিছে জুই ফালি । সহর বাজার হাজার হাজার উড়াএ যে চালাচালি ৷ হুড় হাড় দুর্দার পড়িছে ঘর দ্বার উড়া যায় শালতরু-খুট। দেআল (১) সহিতে পড়িছে মহীতে বড় বড় কোঠাকুঠী ॥ পাকাও পাচীর দালান মন্দির ভাঙ্গিয়া লৈয়া যায় ঝড়ে। পশু লক্ষ লক্ষ থেচর আদি পক্ষ আকাশ হইতে পড়ে ॥ আথালি পথালি পড়িছে গদালি বন উপবন তরু। জলচর বনচর উড়া যায় বনচর গগনে হামালি গরু । (২) ঘরেতে বাহিরে হাট বাট সহরে গো মহিষ মানুষ মরে । উড়িয়া উড়িয়া ঘুরিয়া ঘুরিয়া পড়ে গিয়া দেশান্তরে ॥ ছাতিনার বৃক্ষ যায় অন্তরীক্ষ - ফেলিল কালনার ঘাটে । কটকের হুড়া দেউলের চুড়া পড়িল যে হিঙ্গুলাটে । বিষম হাকারে মেঘের গৰ্জ্জনে শুনি হৈল চমৎকার। (১) দেআল=দেয়াল = প্রাচীর। গরু হাম্বারব করিয়া আকাশে উড়িয়া যায়।