পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ-সাহিত্য-পরিচয় । কি হল্য কি হল্য নাথ দেখি সৰ্ব্বনাশ । ঝড় বৃষ্টি শিলাতে জীবার নাহি আশ ॥ কোন পথে যাব নাথ না দেখি সরান (১)। পাথর-আঘাতে মোর বার্যাএ পরাণ ॥ চিকুর চমকে ঘোড়া চারি পানে ছুটে । (২) বজাঘাত-শবদে খুৱাশী বাজ্য উঠে। ঝড়-ঝাটে নাসার নিশ্বাস নাই বয়। ভণএ ফকীর রাম আর কিবা হয় ॥ রন্ধন-শালায় বিপদ । আমি সে সাধের কন্ত। রূপে গুণে কুলে ধন্ত এক শত জননীর বী। কখন আপিন জন্মে নাই জানি গৃহ-কৰ্ম্মে কড়ায় কুট্য তুল্য নাই দি। (৩) আল্যালে মাথার চুলি না জানি করিতে উলি (৪) আপনি তুলিয়া নাই বান্ধি । কে জানে কেমন ক্রম রান্ধা-বাড়া পরিশ্রম জনমে কখন নাহি রান্ধি ৷ গৃহ-কৰ্ম্ম বল্য বাণী কোন কালে নাহি জগনি আগুন-আখাতে দিতে ফুক। পুনঃ পুনঃ ফুক্‌ দিতে ভিজা কুঁচার (৫) ধোঙাতে মলিন হইল মোর মুখ ॥ উমা উমা মরি মরি লোচন মেলিতে নারি ধোঙাতে করিল অন্ধকার । সহিতে না পারি ভ্রাণ অছিপছি করে জান জীবন নাহিক রয় আর ॥ অন্নের ধোঙাতে যে ছাপাইয়া মরে সে কেমনে সবেক এত ধূম। (১) পথ । (২) কুমার ও কুমারী ঘোটকারূঢ় হইয়া যাইতেছিলেন। (৩) কড়াতে সামান্ত তরকারীও কখনও তুলিয়া দেই নাই। (৪) উলি = সম্বরণ। (৫) ছোট ছোট কাষ্ঠ ।