পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিক্রমাদিত্যের সভায় রাক্ষসী । দুই শবের মাথার ৰিচার। রাজার ত্রাস ও কালিদাসকে অনুসন্ধান ।

  • ালিদাসের আগমন ।

বঙ্গ-সাহিত্য-পরিচয় । ঘরে হইতে বাহির হইল কবি কালিদাস। রাক্ষসী-সহিত গেলা সেই রাজার পাশ ॥ পরিচয় পাইয়া রাজা হরষিত হইল । আপন-কন্তী কালিদাসে প্রদান করিল। রাক্ষসী কহিছে হেথা কেমতে আইলে । সকল বৃত্তান্ত কথা রাক্ষসীরে বলে। শুনিঞা রাক্ষসী হইল জলন্ত আগুনি । বিক্রমাদিত্যের সভায় চলিল তখনি ৷ দুই মড়ার মাথা লইয়া উপনীত হৈল। রমণীর মাথাকে পুরুষের মাথা কৈল ॥ বাছিয়া না দিলে তবে সপুরী খাইব। রাজা বলে ইহা আমি কেমনে কহিব। রাক্ষসীর কাছে সপ্তদিন কড়ার কৈল । তথন কহেন রাজা কালিদাস কোথা গেল । কালিদাস বিনা ইহা নাহি কার সাধ্য। সেহো জনে দূর করা যায় পুরী-শুদ্ধ। রাক্ষসী এ সব কথা কালিদাসে কইল । বহু লোক লস্কর লইয়া কালিদাস চলিল । রাজার নগরে গিয়া হইল উপনীত । রাক্ষসী-সহিত দেখি হইল ক্ৰাসিত ৷ দেখিতে দেখিতে তবে সভায় পৌছিল। কালিদাস দেখি রাজ হরমিত হৈল ॥ স্তুতিমতে কহে রাজ্য করহ রক্ষণ । কালিদাস কহে কেবা সৰ্ব্বত্র পূজ্যবান ॥ রাজা কহে বিষ্ঠাবান সৰ্ব্বত্র পূজায়। নৃপতি আদি বিদ্যাবানের তুল্য নয় ॥ কালিদাস কহে তবে রাক্ষসীর স্থানে । কল্য ইহা নিরূপণ কহিব তব স্থানে ॥ রাত্রে সরস্বতী-স্থানে বনে কবি গেল । বররুচি গোপনেতে পাছু গোড়াইল ॥ ।