পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পদাবলী—চণ্ডিদাস—১৪শ শতাব্দী।
৯৯৯

আমি মনে করি আছে কত ভারী
না জানি কি ধন আছে।
নন্দের নন্দন কিশোরা কিশোরী
চমকি চমকি হাসে॥
সখীগণ মেলি দেয় করতালি
স্বরূপে মিশায়ে রয়।
স্বরূপ জানিয়ে রূপে মিশাইয়ে
ভাবিয়ে দেখিলে হয়॥
ভাবের ভাবনা আশ্রয় যে জনা
ডুবিয়ে রহিল সে।
আপনি তরিয়ে জগত তরায়
তাহাকে তরাবে কে॥
চণ্ডিদাস বলে লাখে এক মিলে
জীবের লাগয়ে ধান্ধা।
শ্রীরূপ-করুণা যাহারে হইয়াছে
সেই সে সহজ-বান্ধা॥

(৪)

আপনা বুঝিয়া সুজন দেখিয়া
পীরিতি করিব তায়।
পীরিতি-রতন করিব যতন
(যদি) সমানে সমানে হয়॥
(সখি) পীরিতি বিষম বড়।
(যদি) পরাণে পরাণে মিশাইতে পারে
তবে সে পীরিতি দড়॥
ভ্রমরা সমান আছে কত জন
মধু-লোভে করে প্রীত।
মধু-পান করি উড়িয়ে পলায়
এমতি তাহার রীত॥
হেন ভ্রমরার সাধ্য নাহি কভু
এ রস করিতে পান।
রসিক যে জন জানয়ে কেবল
এ রস-সন্ধান॥