পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిసిపి দেবীর বরদান ও বন্ধন-মোচন । বঙ্গ-সাহিত্য-পরিচয় । পূজিল রাজার কন্যা নানা উপহার। অতেব হইল ইচ্ছ। বড়ই আমার । চোর বল্য বল বাপু চোর আমি নই। চোরের বড়ই দায় পূৰ্ব্ব-কথা কই৷ নন্দালয়ে ননী-চোরা নাম নারায়ণ । গোপীদের বস্ত্র-চোরা গিরি গোবৰ্দ্ধন ॥ (১) শুনিতে সে সব কথা সুখ লাগে মনে। শিলারূপ হৈল প্রভু সতীর বচনে ॥ দেবতার কথা সিদ্ধ কৰ্ম্ম সিদ্ধ নহে। শ্ৰীভাগবত দেখ শুক মুনি কহে ॥ বন্ধন খুলিয়া বাছা মাগ্য লেহ বর। যশোলী বা তোর যুগ-যুগান্তর। বৈকুণ্ঠেতে যাই আমি বিষ্ণু-সন্নিধানে। বিলম্ব দেখিলে প্ৰভু দোষ দিবে কেনে ৷ জরৎকারু মুনির কথা কেবা নাহি জানে। ভাৰ্য্যাকে করিল ত্যাগ ভারত পুরাণে । ধূলাকুট্যা বলে মাত কথা হৈল গাঢ়। এইবার আপনি প্রাণের আশা ছাড় ॥ বড় দুঃখ দিলে তুমি দ্বাদশ বৎসর। উচিত করিব শাস্তি শুন তার পর ॥ ষট্ শাস্ত্রে বিদ্যা পাবো সত্য কর সাতে। সুরভি স্বরূপ যেন শ্ৰীভাগবতে ॥ উঠিবে বসিবে মাতা আমার বচনে। স্মরণ করিলে দেথা দিবে সেই খানে ॥ যেখন যে হয় মনে মাগ্য লেহ বর । এত বলি সরস্বতী করিল উত্তর ॥ সত্য করি সাখী কৈল তুলসী সদলে । শ্ৰীহরি বলিয়া সে বন্ধন খুল্য দিলে। (১) কৃষ্ণ নন্দালয়ে ননী চুরি করিয়াছিলেন, এবং গিরি গোবৰ্দ্ধনে গোপীদের বস্ত্র চুরী করিয়া ছিলেন, এই সকল চুরির কথা শুনিয়া আমি