পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ—সারদা-মঙ্গল – ১৭শ শতাব্দী। S8 ov) দ্বারিকায়ে দণ্ডবৎ গয়ার ঠাকুরে। করাইল চৌরাশী তীর্থ রাজার কুঙরে। দণ্ডমাত্রে আইল ঘোড়া দেবী-পদতলে । ধরণীর লোক দেখ্য ধন্ত ধন্ত বলে ৷ চলিতে যে ঘোড়া নাহি ছিল সম্ভাবনা ৷ সারদার মায়া যত শুন সৰ্ব্ব জনা ॥ সুবাহু নৃপতি বলে শুন গো ব্রাহ্মণী । বরপুত্ৰ লৈয়া রাজ্য করহ আপনি ॥ সেবকে তণ্ডুল দেহ সকল তোমার। আজি হৈতে ছাড়িলাম সকল অধিকার ॥ ব্রাহ্মণী মনুষ্য নহে জানিল ভূপতি। হাসিয়া উত্তর কৈল দেবী সরস্বতী ৷ এত কেনে ওরে রাজা হয়েছ দুৰ্ব্বল। আমারে যে রাজ্য দেহ ফুরাল সকল । যাহাতে রাজত্ব নাই অরাজত্ব জমি। সেই গ্রাম আমারেই ইজারা দেহ তুমি। অধিকার নিয়া দিলেন দ্বিজবর। ভাণ্ডার ভাঙ্গিয়া দেবী দিল রাজ-কর। বেরুণ্য (১) কাটেন বন বসাইল প্রজা । রাজ্যের পালন যেন করে রাম রাজা ॥ তিন বৎসরের কৃষি নাহি রাজ-কর। বন কাটা বেরুণ্য যে বসাল্য নগর। সকলি করিতে পারে দেবী সরস্বতী । সেবকের যশ হৈল জগতে খেয়াতি ॥ দয়ারাম দাস মাগে চরণের ছায়া । ব্রাহ্মণীর বেশে মাতা রাজারে কৈল দয়া। রাজ্য-পত্তন। _ (১) বেরুণ্যা= এড়ও ।