পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ—সমসের গাজির গান—১৮শ শতাব্দীর পূর্বভাগ । করহ আমার পূজা রাজা কান্তেশ্বর। তোর ঘোষণা থাকিবে সংসার-ভিতর ॥ এতেক বলিয়া শিব হইল অন্তৰ্দ্ধান। প্রভাত হইল রাজা পাইল চেতন ॥ সসৈন্ত বিচারিয়া বন পাইল লিঙ্গ । আচম্বিতে দেখে তথা দেবরাজ ভঙ্গ ॥ ছিরাম পোদ্দারক ডাকি মঠ বান্ধাইল। ব্রাহ্মণ আনিঞা শিবলিঙ্গ পূজা কৈল ॥ জলেশ্বর বুলি (১) রাজা রাখে তার নাম । ভূমিত পড়িয়া রাজা করিল প্রণাম ॥ এই মতে বনে বনে ফিরেন রাজন। কোটেশ্বর-নিকটে রাজা আছে পঞ্চ দিন ॥ বাণেশ্বর দুই দিন ছিল পরবেশে । ধৰ্ম্মপালে এক দিন গাভী অভিলাষে ॥ জল্পেশ্বরে মহারাজা ছিল একদিন । বনে বনে ফিরিছিল এই নব দিন ॥ রাজা বলে শুন শশী আমার বচন । সসৈন্ত চলহ যাই আপন-ভবন ॥ কান্তেশ্বর আইল গৃহে সৈন্তের কোলাহল। ভূণে কবি রাধাকৃষ্ণ গোসানী-মঙ্গল। (২) - সমসের গাজির গান। (সমসের গাজি নাম পুস্তক হইতে উদ্ধৃত। ) এই পুথি আকারে বৃহৎ,—প্রায় ভারতচন্দ্রের বিদ্যাসুন্দরের মত হইবে। এক সময়ে এই পুথি ত্রিপুরাঞ্চলে বিশেষরূপ প্রচলিত ছিল। সমসের গাজি ত্রিপুরেশ্বর মহারাজ কৃষ্ণ-মাণিক্যের সমকালিক। বিশেষ (১) বুলি=বুলিয়া=বলিয়া । (২) কামতা-বিহারের ক্ষত্রখ্য রাজা নীলধ্বজের পূৰ্ব্বনাম কান্তেশ্বর। পূৰ্ব্বোক্ত দেব-স্থানগুলি কুচবিহার, জলপাইগুড়ী এবং রঙ্গপুর জেলার মধ্যে এক্ষণে অবস্থিত। এগুলির মধ্যে জলপাইগুড়ীর জল্পেশ্বর এবং কুচবিহারের গোসানী-বারীর গোসানী বা কান্তেশ্বরী সমধিক প্রসিদ্ধ। 》8이 이