X8. So
রাজ-সভায় ।
বঙ্গ-সাহিত্য-পরিচয় ।
চন্দ্রকান্তের গুজরাটে প্রবেশ ।
দেখি মনোহর গুজরাট পুর
ভাবে সাধুর কুমার। ধন্ত এ নগর কি সুখ প্রজার
ধন্ত ধন্ত নৃপবর ॥ চন্দ্রকান্ত এসে রাজার আবাসে
সমাচার জানাইল । মন্ত্রী ছিল পাশ করিতে সম্ভাষ আগে তারে পাঠাইল ॥ মন্ত্রী আগে গিয়া সাধুরে লইয়া চলিল রাজার কাছে। সওদাগর ডালি লইয়া সকলি
যোগাইলা পাছে পাছে ॥
সাধু-স্থত গিএ প্রণাম জানাএ
বসিল রাজার পাশে ।
জিজ্ঞাসে রাজন সাধুর নন্দন
কোথা তোমার নিবাসে ॥
বীরভূমে বাস বাণিজ্যের আশ
আসিয়াছি মহাশয় ।
সব বিবরণ শুনিবে রাজন বৈদ্য গৌরীকান্ত কয় ॥
শুন ওহে ভূপ করি নিবেদন। বাণিজ্য করিব আমি সাধুর নন্দন ॥ গন্ধবণিক জাতি মল্লভূম নিবসতি
চন্দ্রকান্ত রায় মোর নাম । সাত ডিঙ্গা সাজাইএ বদল সামগ্ৰী লয়ে আসিয়াছি ছাড়ি নিজ-ধাম ॥ এনেছি যে দ্রব্য সব বদল করিয়া লব
দেহ যদি থাকি এই স্থানে। রাজা বলে যত চাবে সকলি বদল পাবে
যদি থাক মোর সন্নিধানে ॥
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৬২
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
